সোমবার ● ২০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন৷
১৯ জুন রবিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত পুলিশ সদস্য মোঃ তৈয়বুর রহমান সিলেট কোতোয়ালী থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন৷ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জপুর উপজেলার দাঁতপাড়া এলাকায়৷
গোড়াই মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালিব মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, তৈয়ুবুর রহমান মোটরসাইকেলযোগে ঢাকা থেকে টাঙ্গাইলে যাচ্ছিলেন৷ পথে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় স্কয়ার ওষুধ কারখানার সামনে পৌঁছালে রবিবার রাত সোয়া ৭টার দিকে ভূমি ফিলিং স্টেশনের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিপরীতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়৷
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
এ ঘটনায় ট্রাকের চালক পলাশ খন্দকারসহ (২০) ট্রাকটি আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন৷