সোমবার ● ২০ জুন ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীর বনোফুলে’র শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নিভৃত পল্লীতে
ঈশ্বরদীর বনোফুলে’র শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নিভৃত পল্লীতে
তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) ঈশ্বরদীর দাশুড়িয়ার নওদাপাড়া এলাকায় শিক্ষার আলো ছড়ানোর কাজে নিয়োজিত একটি বে-সরকারী প্রতিষ্ঠানের নাম বনোফুল ৷ বিশেষ করে সরকারীভাবে গড়ে ওঠা নওদাপাড়া গুচ্ছগ্রামে বসবাসরত পরিবারের ঝড়েপড়া, অবহেলিত ও দারিদ্র শিশুদের শিক্ষা,দেশপ্রেম,নৈতিক মূল্যবোধসহ বিভিন্ন ধরণের শিক্ষায় শিক্ষিত করতে গড়ে তোলা হয়েছে এই বনোফুল নামক প্রতিষ্ঠানটিকে ৷ ব্যক্তি উদ্যোগে দেওয়ান সবুজ নামক একজন শিক্ষানুরাগী ব্যাক্তি গড়ে তুলেছেন এ প্রতিষ্ঠানটি৷ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গত ২০১৫ সালের জুন মাস থেকে শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন বনোফুলে’র পরিচালক দেওয়ান সবুজ৷ আসত্মে আসত্মে শিশুদের করছেন শিৰামুখী৷ গেল এক বছরে প্রতিষ্ঠানে শিশুর সংখ্যা বেশী হওয়ায় সবুজ তার সহকর্মী সরদার রেজাকে সাথে নিয়ে নিজ প্রতিষ্ঠান বনোফুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ পড়া,ছড়া,গান, চিত্রাঙ্গকন ও আবৃত্তিসহ বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলছেন শিকাষার্থীদের ৷ নির্ভৃত পল্লীতে এমন উদ্যোগ গ্রহণ করায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ , এসিল্যান্ড জাহিদ নেওয়াজসহ অনেক শিক্ষিতজনরা প্রশংসা করেন ৷ শিশুরা ঝড়ে পড়বে না, মন্দকাজে জড়াবে না এবং শিশুরা সময়কে কাজে লাগিয়ে সৃজনশীল কার্যক্রমে জড়িয়ে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলবে এটা এলাকাবাসি ও অভিভাবকরাও আশা করেন৷ এমন ভালো সংবাদে আবুল হাসেম দেওয়ান,মাহাবুল আলম,গোপাল অধিকারী, মিলন পাল, সুব্রত পালসহ বনোফুলের সহকর্মীদের উপস্থিতিতে হঠাত্ শুক্রবার বিকালে বনোফুল পরিদর্শন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ ও এসিল্যান্ড জাহিদ নেওয়াজ৷ পরিদর্শন কালে তারা শিশুদের আগ্রহ ও পাঠ গ্রহন দেখে মুগ্ধ হয়ে শিশুদের বিভিন্ন প্রশ্ন করেন এবং বনোফুলে’র সার্বিক কার্যক্রম দেখে সনত্মোষ প্রকাশ করেন৷
বনোফুলের পরিচালক দেওয়ান সবুজ বলেন , শিশুদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উজ্জিবিত করার লক্ষ্যে আমার এই উদ্যোগ৷ সেই সাথে এই অবহেলিত শিশুরা যাতে সবার মত ঈদ অনুষ্ঠানে আনন্দ করতে পারে নতুন পোশাক পরতে পারে সেটার জন্যও চেষ্টা করছি ৷ তবে যদি সরকারি কোন সহযোগীতা পাই তাহলে আমি বনোফুলের কার্যক্রম আরও প্রসারিত করতে পারবো।