মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্দ্যেগে গাছের চারা বিতরণ
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্দ্যেগে গাছের চারা বিতরণ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৩মিঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর উদ্দ্যেগে গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে ফলদ, বনজ,ঔষধি গাছের চারাসহ একটি করে ছাতা বিতরণ করা হয়েছে ৷ বর্ষা মৌসুমে ধারাবাহিক কর্মসুচীর বাহিরে গিয়ে ছাতা বিতরণ করায় অসহায় পরিবারগুলোর মাঝে ভিন্ন মাত্রার আনন্দের সঞ্চার হয়েছে ৷ ১৩১ জনকে ছাতা ও ২০০ শতাধিক ব্যক্তির মাঝে ১০০০ চারা গাছ বিতরণের খবর পাওয়া গেছে সেনাবাহিনী সুত্রে সংবাদটি নিশ্চিত করেন ৷ মঙ্গলবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে এই কর্মসুচী পালন করা হয়েছে ৷
চারা বিতরণ কালে গুইমারা সেনা রিজিয়নের অধীন ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মো. জিল্লুর রহমান-পিএসসি ,পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার পরামর্শ দেন ৷ তিনি সব ভালো কাজের সাথে অতীতের ন্যায় সেনাবাহিনী বর্তমানেও আছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন৷ আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রক্ষা করতে হবে ৷ এসময় মাটিরাঙ্গা জোনের জেড এস ও মেজর মো. শফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান কার্বারী, সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ৷