মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নেতাকর্মীদের ধৈর্য্য ধারার পরামর্শ দিলেন ওয়াদুদ ভুইয়া
মাটিরাঙ্গায় নেতাকর্মীদের ধৈর্য্য ধারার পরামর্শ দিলেন ওয়াদুদ ভুইয়া
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫০মিঃ) খাগড়াছড়ি জেলার সকল নেতাকর্মীদের হতাশ না হয়ে, দলের দুর্দিনে ধৈর্য্য ধারনের পরামর্শ দিলেন পার্বত্য খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ৷ তিনি অল্প সময়ে যে পরিমান নেতাকর্মী ইফতার পার্টিতে জমায়েত হয়েছে তার সন্তুষ্টি প্রকাশ করে, অবৈধ সরকারের রাষ্ট্রিয় সন্ত্রাস, হত্যা, গুম, চাঁদাবাজি, বিরোধী দল শুন্য করার চক্রান্তের প্রতিবাদ ও নিন্দা জানান ৷ এই সরকারের প্রতি মানুষ কতটুকু অতিষ্ট,আজকের উপস্থিতি দেখে পরিষ্কার বোঝা যায় উল্লেখ করে, গনতন্ত্র পুণঃরোদ্ধারে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করাসহ দলের যে কোন কেন্দ্রীয় কর্মসুচী বাস্তবায়নে দলের সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান ৷ অাঁধার কেটে গেলে আলো ফুটবেই স্বরণ করে দিয়ে, তিনি নেতাকর্মীদের হামলা মামলার ভয়ে আতাত না করতেও অনুরোধ জানান ৷ এ সময় তাকে খাগড়াছড়িতে আসতে দেয়া হয়না উল্লেখ করে, মিথ্যা ও ভুল ব্যখ্যা দিয়ে প্রশাসনকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷
২০জুন রোববার মাটিরাঙ্গায় বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ৷
এ সময় খাগড়াছড়ি বিএনপি’র প্রথম সারিরনেতৃবৃন্দ ও জেলা, মাটিরাঙ্গা উপজেলা, পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকমীরা উপস্থিত ছিলেন ৷