বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্র্যাকে ১৭৯ জনের মিডওয়াইফারী ডিগ্রী লাভ
ব্র্যাকে ১৭৯ জনের মিডওয়াইফারী ডিগ্রী লাভ
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৮মিঃ) বান্দরবানের আলীকদম সদ্য প্রশিৰন প্রাপ্ত মিডওয়াইফ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ২০ জুন বুধবার সকাল ১১ আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন ৷
ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ, পুষ্টি জনসংখ্যা কর্মসূচী, ব্র্যাক এর আয়োজনে এবং ডিএফআইডি’র অর্থায়নে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসিনা জান্নাত হেনা, ডেভালপিং মিডওয়াইফ প্রজেক্ট, ব্র্যাক ইউনিভার্সিটি, মোঃ সরোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার, ব্র্যাক মার্কেটিং ইনোভেশন ফর হেল্থ, বান্দরবান পার্বত্য জেলা এবং উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমূখ ৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক হোপ ফাউন্ডেশন কক্সবাজার জোন এর কোর্স কো-অর্ডিনেটর কহিনুর বানু ৷ তিনি বক্তব্যে বলেন, মাতৃও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ২০১৫ সালের মধ্যে তিন হাজার দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন ৷ এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে ব্যাক বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সাথে একটি কৌশল পত্র প্রণয়ন করে ৷ তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন-মিডওয়াফারি কোর্স ভর্তি হওয়া ১৭৯ জন শিক্ষার্থী মিডওয়াইফ ডিগ্রী লাভ করেন।