বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন
রাঙামাটিতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন
ষ্টাফ রিপোর্টার :: (৯ আষাঢ় ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মিঃ) “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভবনী প্রয়াস” প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ২৩ জুন বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভার সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী৷
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন৷
আলোচনা সভার শুরুতে ধারনা উপস্থাপন করেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল পারভেজ৷
তিনি বলেন, বিগত ৩ বছর থেকে জাতিসংঘ বিশ্বব্যাপী ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন করে আসছে, আমাদের দেশে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে উদ্ভাবনী বিষয়ে প্রতি বছর পদক প্রদান হয়, লক্ষ্যমাত্রা ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন এবিষয়ে কাজ করে যাচ্ছেন৷ সভায় কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের দীর্ঘ একযুগ পর প্রাকৃতিক প্রজনন বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, রাঙামাটি পরিচালিত গবেষণার সফলতা হিসেবে এ বছর কাসালং চ্যানেলে (কাট্টলী-বাঘাইছড়ি পর্যন্ত) কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন সংঘঠিত হয়েছে ৷ গত ১১ জুন শনিবার উপকেন্দ্রের বিজ্ঞানীগণ কাসালং চ্যানেলের মান্তানের টিলা নামক স্থান থেকে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করেছেন ৷ এর ফলে প্রায় এক যুগ (১২ বছর) পরে কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন পূণঃনিশ্চিত করেন বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ৷ এখন ডিম থেকে রেনু ও পোনা তৈরির প্রস্তুতি চলছে ৷
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা, পর্যটন কমপ্লেক্সের ইউনিট ব্যাবস্থাপক আলোক বিকাশ চাকমা, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ ছালাহ উদ্দিন, জেলা মত্স্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা আনসার কামান্ডেট মোহাম্মদ আবদুল আউয়াল,গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমা , রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ, ও রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেন৷
এসময় বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম, বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী ভাস্বর দেওয়ান, জেলা কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন, মত্স্য উন্নয়নের মাকেটিং অফিসার মোঃ মাসুদ আলম, সহকারী বন সংরৰক সফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সরকার সরোয়ার আলম, বিটিভি উপ কেন্দ্রপ্রধান মোঃ মকবুল হোসেন, মোটরযান পরিদর্শক (বিআরটিএ) তীর্থ প্রতীম বড়ুয়া, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, রাঙামাটি সরকারী কলেজের সহঅধ্যৰ বিজয় চাকমা জেলার সকল দপ্তরের প্রধানগণ ও রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাঙামাটি নেজারত ডেপুটি কালেক্টর সহকারী কমিশনার রাফিকুজ্জামান৷
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে জেলা প্রশাসন রাঙামাটি পার্বত্য জেলা এর ইনোভেশন কার্যক্রম উপস্থিত সকলের সামনে তুলে ধরেন জেলা প্রশাসক সামসুল আরেফিন৷