শনিবার ● ২৫ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে মতবিনিময় সভা
গাজীপুরে শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে মতবিনিময় সভা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৫মিঃ) জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাজীপুর জেলা শাখার উদ্যোগে ২৫ জুন শনিবার বিকালে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের শ্রেণী কক্ষে শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে মতবিনিময় সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত মতবিনিময় সভায় কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গাজীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ও কাপাসিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর সভাপতি মোঃ আজিজুল ইসলাম, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মহসিন রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর প্রেসিডিয়াম সদস্য কাজী আবদুল লতিফ, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সমন্বয়কারী ও কাজী আজিম উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাজীপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আইন উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজেদুল মোনায়েম, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, কাপাসিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ আক্তার হোসেন, হাসনা পারভীন, আবু আহমেদ, আনসার আলী, মোঃ হাবিবুর রহমান, দুলাল চন্দ্র চৌধুরী ও অনুপম বড়ুয়া প্রমুখ৷
সভায় জেলার বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন৷ সভাশেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷