রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ
রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৬মিঃ) সঞ্চয়ী মনোভাব নিয়ে ফলজ চারা রোপন করলে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা৷ তিনি বলেন, এ অঞ্চলের পাহাড় ও সমতল জায়গায় ফলজ গাছ রোপনের মাধ্যমে সবুজ বনায়ন করা গেলে নিজেরাও লাভবান হবেন এবং পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয় সম্পদে পরিনত হবে৷
রবিবার ২৬ জুন বরকল উপজেলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকারভোগী কৃষক/কিষানীদের ‘ফল চাষের আধুনিক কলাকৌশলী’ বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ হিসেবে গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, বরকল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, সুবলং ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সুশান্ত ময় চাকমা৷
সভায় প্রধান অতিথি আরো বলেন, দেশের বৃক্ষ সম্পদ ও পরিবেশের ভারসাম্য সংরক্ষনের লক্ষ্যে গাছ লাগানো খুবই জরুরী৷ তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচীকে একটি সামাজিক আন্দোলন হিসাবে গ্রহন করতে হবে৷ তিনি বলেন, গাছের চারা অর্থনৈতিক উন্নয়ন উপকারভোগী পরিবারের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব এবং এর সাথে সাথে নিজেদের অর্থনৈতিক উন্নয়নে গাছের তুলনা হয়না৷ তাই যেসব গাছের চারা বিতরণ করা হয়েছে তা সঠিক ভাবে নিজ নিজ বাগানে লাগিয়ে সঠিক ভাবে পরিচর্যা করে নিজেদের সাবলম্বি হওয়ার আহবান জানান৷
পরে বরকল উপজেলার গরীব বাগান চাষী ৯০ জন কৃষক/কিষানীদের হাতে ৩ হাজার ৬শত আম ও লিচুর চারা বিতরণ করা হয়৷
চারা বিতরনকালে উপস্থিত ছিলেন কৃষি অফিসের উপ-সহকারী সুব্রত চৌধুরী, সুকুমার তালুকদার, জাফর আহমেদ, চিরজ্যোতি চাকমা, প্রজ্ঞাজ্যোতি চাকমা অনুপ দত্ত, এ এস পি পি ও শিমুল চাকমা ও বাবুল কান্তি তালুকদার৷