রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আধুনিক প্রযুক্তিতে দক্ষিণাঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে
আধুনিক প্রযুক্তিতে দক্ষিণাঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৩মিঃ) কৃষকের মাঠে নতুন জাতের ধান চাষে ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ করে ধানের ফলন কৃষক পর্যায়ে ৮-১০ ভাগ বৃদ্ধি পেয়েছে৷ পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (আইএডিপি-পিজিবি) এর আওতায় দেশের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার কৃষক উক্ত প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন৷
ফলে গোপালগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাটে খাদ্য উত্পাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের ঘরে খাদ্যের নিরাপত্তা তথা চালের নিশ্চয়তা প্রদান করা সম্ভব হয়েছে৷
২৬ জুন রবিবার সকালে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পিজিবিআই এডিপির ২য় কনফারেন্সে ধান বিজ্ঞানী, কৃষি সমপ্রসারণবিদ, বারি, এসআরডিআই, বিএডিসি, ডিএএম এর বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ এসব তথ্য প্রকাশ করেন৷
ব্রি’র মহাপরিচালক ডঃ জীবন কৃষ্ণ বিশ্বাস বলেন, বিরি উদ্ভাবিত হাইব্রিড ধানের জাতগুলোর বীজ কৃষক পর্যায়ে উত্পাদন করলে কেজি প্রতি মাত্র ১০০ টাকায় হাইব্রিড বীজ কৃষকের মাঝে বিক্রয় করা সম্ভব হবে৷ যেখানে বাজারে বিদেশী হাইব্রিড ধানের বীজ কেজি প্রতি ৩০০-৩৫০ টাকায় বিক্রি হয়৷ এতে স্থানীয়ভাবে বীজ উত্পাদনকরী কৃষকরা যেমন লাভবান হবে তেমনি ভেজাল হাইব্রিড বীজ ক্রয়ের সম্ভাবনা থেকে কৃষকরা রক্ষা পাবে৷
প্রকল্প পরিচালক ডঃ মোঃ খায়রুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক ডঃ জীবন কৃষ্ণ বিশ্বাস৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিরির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ডঃ মোঃ শাহজাহান কবীর, পরিচালক (গবেষণা) ডঃ মোঃ আনছার আলী এবং প্রকল্প সমন্বয়কারী পরিচালক মোহাম্মদ মহসীন৷