সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩মিঃ) গাজীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
২৭ জুন সোমবার দুপুর ১২টার দিকে নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ও স্বাস্থ্য অধিদপ্তর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মোঃ আসলাম হোসেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা আয়েশা আক্তার, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিনিতা রানী, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ সরাফত হোসেন, গাজীপুর সদর উপজেলা সহকারী সার্জন ডাঃ সালমা আনজুম প্রমুখ৷
সভায় বক্তারা বলেন, শিশুর শরীরে ভিটামিন ‘এ’র গুরুত্ব অপরিসীম৷ ১৬ জুলাই শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে৷ ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে৷ ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে৷ শিশুরা যাতে কোনোক্রমেই ভিটামিন ‘এ’ খাওয়া থেকে বাদ না পড়ে, এজন্য মহানগরের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে সবাই এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারে৷ সর্বোপরি ভিটামিন ‘এ’র গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়৷
শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন গাজীপুর সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মলয় কুমার দাস৷ মাইক্রোপস্ন্যান উপস্থাপন করেন গাজীপুর সিটি করপোরেশনের স্যানিটেমন কর্মকর্তা মমতাজ বেগম৷
সভায় গাজীপুর সিটি করপোরেশনের টিকাদান কর্মী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কর্মী, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের হাসপাতালের নার্সেস কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক ও এনজিও কর্মীসহ ৫০জন ব্যক্তি অংশগ্রহণ করেন৷