সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাদ্য নিরাপত্তা আইনে অভিযুক্ত কুষ্টিয়া দধি ভান্ডার
খাদ্য নিরাপত্তা আইনে অভিযুক্ত কুষ্টিয়া দধি ভান্ডার
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) ঝিনাইদহে খাদ্য নিরাপত্তা আইনে দায়ের করা প্রথম মামলায় ফেঁসে গেছে শহরের এইচএসএস সড়কে অবস্থিত কুষ্টিয়া দধি ভান্ডার নামে একটি মিষ্টির দোকানের মালিক ও ম্যানেজার ৷ ২৬ জুন সোমবার ঝিনাইদহের একটি আদালত থেকে তাদের নামে ওয়ারেন্ট জারী করা হয়েছে৷
ঝিনাইদহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচার ফাহমিদা জাহাঙ্গীর অপরাধ আমলে নিয়ে এই আদেশ জারী করেন৷ মামলায় অভিযুক্তরা হলেন, কুষ্টিয়া দধি ভান্ডারের মালিক ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার অসিত কুমার ঘোষের ছেলে বীরেন্দ্র কুমার ঘোষ ও দোকানের ম্যানেজার একই পাড়ার সুবল চন্দ্রের ছেলে উজ্জল কুমার৷
মামলার বাদী ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল ওহাব আদালতে অভিযোগ করেন, রোববার বিকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে অবস্থিত কুষ্টিয়া দধি ভান্ডার থেকে দুই’শ টাকা দিয়ে এক কেজি কালো চমচম কিনে বাসায় যান৷
ইফতারের সময় তিনি প্যাকেট খুলে দেখেন মিষ্টি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে ৷ আসামীরা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা পুর্বক নিম্নমানের পচা চমচম বিক্রি করে আসছে, যা মানুষের শরীরের জন্য চরম ক্ষতিকর ৷
এই মিষ্টি খেলে মানুষের স্বাস্থ্যহানী হওয়ার সম্ভব রয়েছে ৷ মানব দেহের জন্য এ ধরণের দুর্গন্ধযুক্ত মিষ্টি তৈরী, বিক্রি ও মজুদ নিরাপদ খাদ্য আইন পরিপন্থি ৷ মামলাটি আমলে নিয়ে আদালত আসামীদের প্রতি ওয়ারেন্ট জারী করেছেন ৷
ঝিনাইদহের হীরা বেকারিকে জরিমানা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাবারে ক্ষতিকর রং মেশানোর অপরাধে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার হীরা বেকারিতে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
সোমবার ২৭ জুন বেলা সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর৷
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হীরা বেকারিতে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাবারে ক্ষতিকর রং মেশানো হচ্ছিল৷ খবর পেয়ে দুপুরে ওই বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত৷ এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী বেকারির মালিক মুক্তার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়৷
ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নির্দেশে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর৷