বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » প্রযুক্তির সুবিধা নিয়ে দেশে সাইবার অপরাধ ঘটছে : তথ্য মন্ত্রী
প্রযুক্তির সুবিধা নিয়ে দেশে সাইবার অপরাধ ঘটছে : তথ্য মন্ত্রী
রাজশাহী প্রতিনিধি :: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে গতিশীলতা সঞ্চারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।যাতে দেশ বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন লক্ষ্য অর্জন করতে পারে। তিনি বলেছেন, দেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আইসিটি’র সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সকল অগণতান্ত্রিক শক্তি প্রতিরোধে গণমাধ্যমের একযোগে কাজ করার উচিত। তিনি আরও বলেন, আমরা আইনগত বাধার মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাই না। বরং গণমাধ্যম বস্তুনিষ্ঠতা বজায় রাখার মাধ্যমে তাদের পেশাকে এগিয়ে নিয়ে যেতে পারে।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা ঃ সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) রাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাথে এ সেমিনারের আয়োজন করে। পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর তার স্বাগত বক্তৃতায় সেমিনার এবং আলোচ্য বিষয়ের ওপর সংক্ষিপ্ত বক্তৃতা করেন। রাবি উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সরোয়ার জাহান উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন।
বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও মশিউর রহমান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ-এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ প্যানেল আলোচনায় অংশ নেন।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, অবাধ তথ্য প্রবাহ ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা নিয়ে দেশে সাইবার অপরাধ ঘটছে। অপরাধ দমনের জন্য সরকার কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, আমরা অপরাধ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করেছি। গণমাধ্যমের উচিত যে কোন রাজনৈতিক আদর্শের পরিবর্তে দেশের সংবিধানের পাশে দাঁড়ানো। সরকার দারিদ্র্য বিমোচন, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ, জলবায়ুর প্রতিকূল প্রভাব ও জঙ্গিবাদ মোকাবেলায় লড়াই চালিয়ে যাচ্ছে এবং কিছুটা সাফল্য অর্জন করেছে।
তথ্যমন্ত্রী বলেন, তবে সরকার একাই এক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জন করতে পারবে না। এক্ষেত্রে কার্যকরভাবে গণমাধ্যমের এগিয়ে আসা উচিত।
বর্তমান সরকারের সাফল্যের বিবরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব সাফল্যের বিষয়ে বস্তুনিষ্ঠ রিপোর্টিং গণমুখী আরো অনেক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারকে উৎসাহিত করবে। তিনি বলেন, গণমাধ্যমের উচিত আইসিটি’র সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সঠিক গণতান্ত্রিক চর্চার দায়িত্ব গ্রহণ করা। আইসিটি খাতে সাফল্য অর্জনের পাশাপাশি সরকার গণমাধ্যমের পেশাগত কাজের সুবিধার লক্ষ্যে আরটিআই প্রণয়ন এবং তথ্য কমিশন গঠন করেছে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের সম্ভাবনাগুলো তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্থানীয় বিভিন্ন সমস্যা দূরীকরণে গণমাধ্যমের লোকজন একযোগে কাজ করতে পারেন।
আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২৪ মিঃ