বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
কাশিমপুর কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৩মিঃ) গাজীপুরের কাশিমপুর কারাগারে সিরাজুল ইসলাম (৬৯) নামে হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে৷
২৯ জুন বুধবার দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়৷ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ মৃত সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সবেজ আলীর ছেলে৷
কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি ইউনিটের জেল সুপার মো. রায়হান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন৷ বেলা ১১টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাকে পথমে কারা হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে চিকিত্সকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় তার বড় ভাই, ভাবি ও ভাতিজি হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন৷ একই অপরাধে তার দুই ছেলেও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন৷
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক ডাঃ মো. আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল৷