বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল
কাউখালী উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা প্রশাসনের ইপতার মাহফিল ২৯ জুন মঙ্গলবার কাউখালী উপজেলা প্রশাসনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় ৷
কাউখালী উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী ৷ কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা(কৃপা), উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, উপজেলা কৃষি অফিসার কাজী সফিকুল ইসলাম, বিআরডিবি অফিসার মো. ওয়ালী উল্লাহ, উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা মত্স্য অফিসার এস এম শাহজান সিরাজ, সাংবাদিক মো. ওমর ফারুক, সাংবাদিক মো. জয়নাল আবেদীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক প্রধান, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী ও ধর্মীয় নেতৃবৃন্দ ৷ ইফতার মাহফিলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার আগত সকল শ্রেনীর পেশার অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান ৷ পরে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়৷ মোনাজাত পরিচালনা করেন উপজেলা সদর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মোঃ গোলাম ফারুক ৷
কাউখালী থানায় ইফতার মাহফিল
কাউখালী থানা কর্তৃক এক ইফতার মাহফিল গতকাল বুধবার থানার নতুন নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয় ৷
ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহিনুর আলম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা, ঘাগড়া ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার জগদীশ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন, কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন খোকন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোতালেব, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মো. নাছির উদ্দিন (ফারুক), যুবলীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মেম্বার মো. শরীফ, গাউছিয়া কমিটি কাউখালী বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. ইছাহাক সওদাগর, সাংবাদিক মো. ওমর ফারুক এবং কাউখালী উপজেলা বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তি, এতিম খানার শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, থানার কর্মচারী, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম আগত সকল অতিথিকে শুভেচ্ছা জানান ৷ পরে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়৷ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাউখালী থানার পুলিশ সদস্য মাওলানা মো. আব্দুল মান্নান ৷