বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পুলিশ কন্ট্রোলরুম উদ্বোধন
গাজীপুরে পুলিশ কন্ট্রোলরুম উদ্বোধন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৪মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোলরুম উদ্বোধন ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান৷
৩০ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কন্ট্রোলরুম উদ্বোধন শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন তিনি৷
এ সময় ডিআইজি বলেন, যাত্রীদের নির্বিঘ্নে যাওয়া-আসা আমরা প্রত্যাশা করি৷ আমাদের সমস্ত আয়োজন তাদের জন্য৷ তারা যেন ভাল থাকেন৷ যেসব কারণে দুর্ঘটনাগুলো ঘটে তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে অযোগ্য লোক দিয়ে গাড়ি চালানো৷ তাই মালিকদের উচিত্- চালকের লাইসেন্স ও সক্ষমতা আছে কিনা তা যাচাই করে গাড়ি চালাতে দেওয়া৷
তিনি বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ যদি ভাল থাকে তবে অন্য যে কোন বারের তুলনায় মানুষ এবার সুন্দরভাবে যাতায়ত করতে পারবে৷ ঢাকা রেঞ্জে ২০ হাজারের কাছাকাছি ফোর্স আছে৷ আমি ডিআইজি থেকে শুরু করে বাবুর্চি পর্যন্ত সবাই এই কর্মযজ্ঞের মধ্যে থাকবো৷ মানুষের যাওয়া-আসার এ কয়দিন আমরা রাস্তায় থাকবো৷’
তিনি আরও বলেন, ঈদের সময় অজ্ঞানপার্টি, মলমপার্টি অপকর্ম করে বেশি৷ এটা যাতে না করতে পারে এজন্য অনেককেই আমরা ধরেছি৷ বাকি যারা আছে তাদের ধরতেও চেষ্টায় আছি৷
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালেহ মোঃ তানভীর, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ, গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ৷
এবারের ঈদে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ১৭টি জেলার মানুষ যাবেন তাদের আপন গন্তব্যে৷ যানজট নিরসনে এরই মধ্যে কন্ট্রোলরুম স্থাপন, সিসি টিভি ও ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে পুলিশ৷ প্রায় দেড় হাজার পুলিশ ও ৫শ’ স্বেচ্ছাসেবক কাজ করবে বিভিন্ন পয়েন্টে৷