বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিদ্যুত্ সংযোগের দাবীতে সড়ক অবরোধ
পানছড়িতে বিদ্যুত্ সংযোগের দাবীতে সড়ক অবরোধ
পানছড়ি প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৭মিঃ) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলাবাগানে ট্রান্সফরমান স্থাপন ও নিরবিচ্ছন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করণের দাবিতে ৩০ জুন বৃহস্প্রতিবার সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা৷ পরে বিদ্যুত্ বিভাগের কর্মকর্তার আশ্বাসে প্রত্যাহার হয় এই অবরোধ ৷
উপস্থিত স্থানীয় ৫টি গ্রামের নারী-পুরুষ ক্ষোভ প্রকাশ করে জানায়, পানছড়ির কলাবাগান এলাকার ট্রান্সফরমারটি একটানা চার দিন থেকে নষ্ট থাকায় চার গ্রামের কয়েক হাজার মানুষ সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে ৷ এর আগে গত ১৫ মে একই এলাকার ট্রান্সফরমারটি নষ্ট হওয়ায় এলাকাবাসী চরম দূর্ভোগের শিকার হয় ৷ পরে চট্টগ্রাম থেকে ট্রান্সফরমার এনে স্থাপন করলেও ২০ দিনের মাথায় আবারও ট্রান্সফরমার বিকল হয়ে যায় ৷
পানছড়ি বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের আবসিক উপ-সহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন সোহাগ আশ্বাসের কথা স্বীকার করে বলেন, রাঙামাটি থেকে ট্রান্সফরমারটি আসা মাত্রই স্থাপন করা হবে ৷ টাকা লেনদেনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, প্রথমবার চট্টগ্রাম থেকে ট্রান্সফরমার আনার জন্য গ্রামবাসী স্বেচ্ছায় চাঁদা তুলে কিছু দিয়েছে ৷ তবে সে ব্যপারে আমার জানা নেই ৷
৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ঘটনা স্থলে এসে এলাকাবাসীকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, স্থানীয় জনগণ সকাল থেকে কলাবাগান এলাকায় সড়ক অবরোধ করলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ৷ পরে বিদ্যুত্ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা মোবাইলে শুক্রবার ১০টার মধ্যে টান্সফরমার স্থাপন করার আশ্বাস দিলে সকাল ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী ৷
স্থানীয় ইউপি সদস্যা হীরামতি বড়ুয়া, মনি সঞ্চয় চাকমা, মাসুদ রানা, মো. শাহআলম, রবিউল হোসেন, সুজন বড়ুয়া, সনজিত ঘোষ জানান, প্রতিবারই ট্রান্সফরমার নষ্ট হলে গ্রামবাসীরা নিজ উদ্যেগে চাঁদা তুলে বিদ্যুত্ বিভাগের লোকের হাতে তুলে দিই ৷