শুক্রবার ● ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আবার ও কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত
ঝিনাইদহে আবার ও কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ১.২৫মিঃ) ঝিনাইদহ জেলার সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়ীয়া গ্রামে পুলিশে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত হয়েছেন৷ তাছাড়া জানা গেছে, এ সময় পুলিশের আরো এসআইসহ ৩ জন আহত হয়েছে৷
১ জুলাই দিবাগত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে৷ তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি৷
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তেতুলবাড়ীয়া এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে৷ এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার পুলিশ তেতুলবাড়ীয়া রাসত্মা দিয়ে টহল দিচ্ছিল৷
এ সময় তেতুলবাড়ীয় গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে৷ আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়৷ উভয় পক্ষের প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়৷ এর এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷
পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়৷ এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি শ্যুটারগান, অস্ত্র, ২ রাউন্ড গুলি, ৬টি হাসুয়া ও ৫টি বোমা উদ্ধার করা হয়৷
কথিত এ বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হয়৷ আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷