শুক্রবার ● ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » ধর্ম » রাজশাহীর বাঘায় এতিমদের পাশে এ্যাডভোকেট শাওন
রাজশাহীর বাঘায় এতিমদের পাশে এ্যাডভোকেট শাওন
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:: (১৭আষাঢ় ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মিঃ) ইফতারিতে শুধু মুড়ি আর পানি৷ মাগরিবের নামাজের পর সবজি ভাত অথবা খিচুরি এবং ভোররাতে সবজি অথবা ডাল আলু ভর্তা৷ এভাবে চলছে রাজশাহীর বাঘার সরের হাট গ্রামের এতিমখানার এতিমদের রোজা৷ এমন সংবাদটি ফেসবুকে দেখে ১ জুলাই শুক্রবার দুপুরে এতিম রোজাদারদের জন্য সিরাজগঞ্জ ও ঢাকা জজ কোর্টে কর্মরত ও অনলাইন পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকমের আইন উপদেষ্টা এ্যাডভোকেট রুমানা ইয়াসমিন শাওন ছুটে যান রাজশাহীর বাঘা উপজেলার সরের হাট গ্রামের সরের হাট কল্যানী শিশু সদনে৷ শিশু সদনে গিয়ে এতিম বাচ্চাদের কষ্ট করে রোজা ও ইফতার করার কথা শুনে তিনি এতিম খানায় এতিম শিশুরা যাতে ভাল খাবার খেয়ে সেহরি-ইফতার ও ঈদ সুন্দর ভাবে পালন করার জন্য তিনি তার নিজ তহবিল থেকে এতিম শিশুদের জন্য এতিম খানার পরিচালক মুক্তিযোদ্ধা ডা. মো. শামসুদ্দিন সরকার ওরফে ডা. শমেস এবং তার স্ত্রী মেহেরুন্নেছার হাতে নগদ অর্থ তুলে দেন, এবং শিশুদের হাতে কিছু খাবার তুলে দেন৷ এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রকাশক সাংবাদিক সোহেল রানা, এ্যাডভোকেট রুমানা ইয়াসমিন শাওনের একমাত্র সন্তান রাশীদ তাহমিদ সাফল্য৷
উল্লেখ্য, তিনি এই রমজানের প্রথম সপ্তাহে সিরজগঞ্জ সদর ও কামারখন্দে বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩শ দরিদ্র ছাত্র-ছাত্রীদের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক প্রদান করেন৷