শুক্রবার ● ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ঈশ্বরদীর আওয়ামীলীগে কোন সন্ত্রাস,চাঁদাবাজ থাকবেনা: ভূমিমন্ত্রী
ঈশ্বরদীর আওয়ামীলীগে কোন সন্ত্রাস,চাঁদাবাজ থাকবেনা: ভূমিমন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি:: (১৭ আষাঢ় ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.০৯মিঃ) দলীয় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এলাকাবাসী ও সদ্য নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে ভুমি মন্ত্রীকে নতুন করে ভিন্ন আঙ্গিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে৷ ১ জুলাই শুক্রবার সকালে মন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে ঈশ্বরদীস্থ নিজ বাড়িতে ফেরেন ৷ ফেরার পথে মুলাডুলি ও দাশুড়িয়া মোড়ে এবং মন্ত্রীর বাসভবনে আওয়ামীলীগ, ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়৷ এসময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, ঈশ্বরদীতে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে৷ আওয়ামীলীগ নেতারা আওয়ামীলীগের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে ৷ দলের মধ্যে কোন সন্ত্রাস,চাঁদাবাজ থাকবেনা, এটা ভাল লক্ষণ উল্লেখ করে মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ৷ সরকার সন্ত্রাস, দুর্নীতি ও গুপ্ত হত্যাকারীদের প্রশ্রয় আগেও দেয়নি কখনোই দিবে না৷ মুলাডুলি, পাকশি, ছলিমপুর, লক্ষ্মীকুন্ডা, সাঁড়া, শাহাপুরের মানুষ সন্ত্রাস, দুর্নীূতি ও গুপ্ত হত্যার বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে ৷ কাজেই ঈশ্বরদীতে আওয়ামীলীগেও কোন সন্ত্রাস-চাঁদাবাজদের জায়গা হবেনা৷ তিনি দুর্নীতি, সন্ত্রাস ষড়যন্ত্র ও গুপ্ত হত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান৷ এসময় ঈশ্বরদীর সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন৷