শনিবার ● ২ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদের ইফতার
মাটিরাঙ্গায় পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদের ইফতার
মাটিরাঙ্গা প্রতিনিধি (১৮আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১২.১৭মিঃ) মাটিরাঙ্গায় পার্বত্য নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা ও বাঙ্গালী ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখা’র উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে৷ ১ জুলাই শুক্রবার সন্ধ্যায় মাটিরাঙ্গার বিনোদন পার্ক-”জল পাহাড়” মিলনায়তন কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পার্বত্য ছাত্র পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ারিং মো. লোকমান হোসেন৷ বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পার্বত্য ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ ৷ মাটিরাঙ্গা উপজেলা বাঙ্গালী ছাত্র পরিষদ সভাপতি মো. রবিউল হুসাইন,সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মোল্লা, পৌর বাঙ্গালী ছাত্র পরিষদের আহবায়ক মো. জালাল আহম্মেদ ৷
সংক্ষিপ্ত আলোচনা সভায়, সর্বক্ষেত্রে বাঙালীদের সাংবিধানিক অধিকার দিতে হবে উল্লেখ করে,মোটর সাইকেল চালক শান্ত হত্যাকান্ডসহ সাম্প্রতিক সময়ে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক যে সকল বাঙ্গালী হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন বক্তারা ৷ এ সময় বেলছড়ির গহীন অরণ্যে গত ২৯ জুন যে বাঙ্গালী স্বামী স্ত্রী দম্পত্তি হত্যাকান্ড ঘটেছে তার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত আসামীদের বিচারের আওতায় আনার দাবীও জানান বক্তারা ৷
ইফতার মাহফিলে নাগরিক পরিষদ মাটিরাঙ্গা পৌর শাখার আহবায়ক এইচ এম হেলাল এর সভাপতিত্বে জেলা বাঙ্গালী ছাত্র পরিষদের সদস্য মো. মঞ্জুর আলম, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী মো. এমরান হোসেন, দেলোয়ার হোসেন, ইউনিয়ন বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা মেহেদী হাসান উপস্থিত ছিলেন ৷ এ ছাড়াও আব্দুল কাদের ,ইছমাইল মাষ্ঠার, ফরিদ সেক্রেটারী, শাহ আলম, লিটন, আব্দুর রহিম, এস এম রাসেল, মো. ইব্রাহীম, মো. হাসান , মো. রুবেল ও মো. সবুর উপস্থিত ছিলেন৷
এর আগে বিভিন্ন সময়ের পরিক্রমায় শান্তি বাহিনী কর্তৃক যে সকল বাঙ্গালীরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা ও ইফতার শুরুর আগে দেশ, জাতির সম্বৃদ্ধি এবং বাঙ্গালীরা যাতে ঐক্যবদ্ধভাবে আগামীতে আন্দোলোন সংগ্রামে সফলতা লাভ করতে পারে সে জন্যে বিশেষ মোনাজাত করা হয় ৷