রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ২শত মেঃটন ভিজিএফ চাল বিতরণ
আলীকদমে ২শত মেঃটন ভিজিএফ চাল বিতরণ
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) বান্দরবানের আলীকদমে গরিব ও দূঃস্থ দশ হাজার পরিবারকে বিশ কেজি করে মোট ২০০ মেঃ টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে৷ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ৩ জুলাই রবিবার সকালে আলীকদম সরকারী প্রাথমীক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে এসব চাল বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি৷
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকতা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রসাশক দিলীপ কুমার বণিক, বান্দরবান সহকারী পুলিশ সুপার অর্নিবাণ চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তাফা জামাল, লামা উপজেলা আওয়ামীলীগরে সভাপতি ও সাবেক উপজেলা চেযারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, ২নং চৈক্ষং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মংব্রাচিং মার্মা, আলীকদম উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক দুংড়ি র্মামা, মহিলা লীগের সভাপতি এনুচা মার্মা, আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) অপ্পেলা রাজু নাহা, লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাথোয়াইচিং র্মামা প্রমূখ৷