রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » হরিনাকুন্ডু থেকে ২ বছরে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার
হরিনাকুন্ডু থেকে ২ বছরে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৫মিঃ) ঝিনাইদহের হরিনাকুন্ডুতে দুই বছরে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার৷ হরিনাকুন্ডু পৌরসভা ও পুলিশ থানার ওসির দোহায় দিয়ে চলছে এই চাঁদাবাজি সন্ত্রাসি দেখার যেন কেউ নেই৷
সরেজমিনে গিয়ে জানা গেছে, ৭০০ মটরভ্যান, নসিমন, করিমন, আলসসাধুসহ একাধিক গাড়ি থেকে প্রতিনিয়ত ১০ টাকা ও মাসে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে৷ সাথে হরিনাকুন্ডু পৌরসভার ১০ টাকার চাঁদা আদায়ের রশিদ নামে ১০ টাকার রশিদ হাতে ধরিয়ে দেয়া হচ্ছে৷
আরো জানা গেছে যে,হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পৌরসভার দোহায় দিয়ে দীর্ঘ দুই বছর ধরে বিপুল অঙ্কের চাঁদা আদায় করে নিজেদের পকেট ভরছে বলে ৭০০ মটরভ্যান, নসিমন, করিমন,আলমসাধু, সহ একাধিক গাড়ির মালিকেরা সাংবাদিককে জানিয়েছেন৷ হরিনাকুন্ডু থানার ওসি সাহেবের ও পৌরসভার দোহায় দিয়ে বিপুল অঙ্কের চাঁদা আদায় করলেও বাস্তবে ওসি সাহেবের নিকটে ও পৌরসভায় কোন প্রকার টাকা জমা হয়না বলে জানিয়েছেন একটি বিশ্বস্ত সুত্র৷
জাতীয় রিক্স ভ্যান শ্রমিক ফেডারশনের ঝিনাইদহের সেক্রেটারি জামাল ও হরিনাকুন্ডুর সভাপতি সাহাবুদ্দিন ও সেক্রেটারি শরিফুল জানিয়েছেন, প্রায় ৭০০ রিক্সাভ্যান ও অন্যান্য ছোট বাহন থেকে প্রায় ৩ বছর যাবত্ অবৈধ ভাবে জোর পুর্বক প্রায় অর্ধকোটি টাকা আদায় করছে আওয়ামিলীগের ক্যাডার নামধারি ঝিনাইদহের হরিনাকুন্ডুর ঝড়ু, মারুফ, চাঁন, জহুরুল ও নাজের৷
দীর্ঘ কয়েক বছর ধরে হরিনাকুন্ডুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও হরিনাকুন্ডু পৌরসভার মেয়রকে বলেও কোন কাজ হয় না৷
এদিকে অভিযোগ অস্বিকার করে হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পৌরসভার দোহায় দিয়ে বিপুল অঙ্কের চাঁদা আদায় করলেও বাস্তবে ওসি সাহেবের নিকটে ও পৌরসভায় কোন প্রকার টাকা জমা হয়না বলে জানিয়েছেন হরিনাকুন্ডুর ওসি ও হরিনাকুন্ডু পৌরসভার মেয়র ৷
অপরদিকে প্রায় ৩ বছর যাবত্ অবৈধ ভাবে জোর পুর্বক প্রায় অর্ধকোটি টাকা আদায় করা আওয়ামিলীগের ক্যাডার নামধারি ঝিনাইদহের হরিনাকুন্ডুর ঝড়ু, মারুফ, চাঁন, জহুরুল ও নাজের গং এর নিকটে প্রতিবেদক মুঠোফোনে আলাপকালে সকল অভিযোগ তারা অস্বীকার করেন৷