রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মুসলমানের মেয়ে হিন্দু ছেলের পরকিয়া
ঝিনাইদহে মুসলমানের মেয়ে হিন্দু ছেলের পরকিয়া
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৯মিঃ) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দুধসর আশ্রয় প্রকল্পের আবাসানে৷ জানা গেছে, ১ জুলাই শুক্রবার ঝিনাইদহের শৈলকুপার দুধসর ইউনিয়নের আশ্রয় প্রকল্পের বসবাসরত বাবুলের মেয়ে সীমা (৩০) বেড়াতে যায় ঝিনাইদহ সদর উপজেলার মহারাজ পুর ইউনিয়ের “দোকান ঘর” নামক আশ্রয় আবাসান প্রকল্পের জৈনিক মহির বাড়িতে ৷ পরের দিন দুধসর গ্রামের নিরঞ্জন দাসের ছেলে শিপন (২৫) রহস্য জনক ভাবে সীমার অবস্থান করা জৈনিক মহির একই বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে তারা রাত্রি যাপন করে ৷ সকালে তাদের দেখে স্থানীয় জনতার সন্দেহ হয় ৷ তাদের জিজ্ঞাসা বাদের ফলে বেরিয়ে জানা যায় শিপন হিন্দুর ছেলে ও সীমা মুসলমানের মেয়ে, তখনই দেখা দেয় বিপত্তি ৷ তারা ঝিনাইদহের নলডাঙ্গা ক্যম্পের পুলিশকে খবর দেয় ৷ খবর পেয়ে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের এস আই রাশেদ সীমা ও শিপনকে জনতার হাত থেকে উদ্ধ্বার করে নলডাঙ্গা ক্যম্পে নিয়ে যায় ৷
সীমার সাথে কথা বলে জানা যায় যে, এর আগে সীমার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুর গ্রামের মনিরুল নামে এক ছেলের সাথে বিবাহ হয়েছিল ৷ তাহার সাথে তাহার একটি কন্যা সন্তান আছে ৷ তবে এই ছেলে শিপনের সাথে তার প্রায় ৪ মাস মধুর পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে ৷
দোকান ঘর আবাসনের মহির জানায় যে, সীমার ভাইয়ের সাথে আমার মেয়ের প্রায় ১ মাস খানেক বিবাহ হয়েছে ৷ সেই সুত্র ধরে মেয়ের সাথে শুক্রবারে আমাদের বাড়িতে আসে ৷ পরের দিন এই ছেলে শিপন আসলে সীমা পরিচয় করিয়ে দেয় যে শিপন তার স্বামী এই হিসাবে ৷ আমরা তাকে সেই ভাবে আপ্যায়ন করি ৷ পরে জানতে পারি যে, এই ছেলে শিপন উক্ত সীমার স্বামী নয় ৷ আমার মেয়ের কয়েক দিন বিবাহ হয়েছে সে কাউকে ভাল মত চেনে না ৷ তাছাড়া সীমা জানিয়েছে, শিপন আমার পূর্বের স্বামী ৷ তাই আমরা কিছু মনে করি নাই ৷
এ ব্যপারে নল ডাঙ্গা ক্যাম্পের এস আই রাশেদ জানায়, তাদেরকে আমি গ্রেফতার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যাই ৷ তারপর কি হয়েছে বলতে পারি না ৷
ঝিনাইদহ সদর থানার আফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যাস্ততার কারনে বিষয়টা জানতে পারি নাই ৷ আমি বাইওে আছি, থানাতে না গেলে কিছুই বলতে পারছি না ৷