রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ সদরে ভিজিএফ এর চাল বিতরন
ঝিনাইদহ সদরে ভিজিএফ এর চাল বিতরন
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য হত দরিদ্র জনগোষ্ঠীল মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩ জুলাই রবিবার সকালে ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে ১৯৩৩ জনকে ২০ কেজি হারে চাল বিতরণ করেছেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও ট্যাগ অফিসার মো. শাহজাহান,সচিব মো. কামরুজ্জামান,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি রনজিত কুমার বিশ্বাস,মেম্বরগন প্রমূখ ৷ অপর দিকে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য হত দরিদ্র জনগোষ্ঠীল মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় গান্না ইউনিয়নে কার্ডধারী প্রত্যেক জনকে ২০ কেজি হারে চাল বিতরণ করেছেন গান্না ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান লিটন বিশ্বাস ও নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা ৷
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ,সচিব অমিনুল ইসলাম, মেম্বরগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমূখ ৷ অপর দিকে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য হত দরিদ্র জনগোষ্ঠীল মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় কুমড়াবাড়িয়া ইউনিয়নে ১৭৫৬ জন কার্ডধারী প্রত্যেক জনকে ২০ কেজি হারে চাল বিতরণ করেছেন কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ ৷
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার , সচিব লুত্ফা খাতুন, মেম্বরগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমূখ৷ এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য হত দরিদ্র জনগোষ্ঠীল মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সুরাট ইউনিয়নে ১৫০০ জন কার্ডধারী প্রত্যেক জনকে ২০ কেজি হারে চাল বিতরণ করেছেন সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়াদ্দার কেবি৷
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার , সচিব প্রকাশ চন্দ্র বিশ্বাস, মেম্বর মনিরুজ্জামান মন্টু, শহিদুল ইসলাম, টুকুল, আজিজ মন্ডল, তাইজুল ইসলাম ফেলু, খাঁন মোকাদ্দেস, জিন্নাত আলী মন্ডল, আলি কদর মন্ডল, আবু বকর মোল্লা, বিনা খাতুন, সাইরা খাতুন, উষা মেম্বরগন,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমূখ৷
অপর দিকে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য হত দরিদ্র জনগোষ্ঠীল মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় পাগলাকানাই ইউনিয়নে কার্ডধারী প্রত্যেক জনকে ২০ কেজি হারে চাল বিতরণ করেছেন পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও সুজন মেম্বর৷
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার , সচিব, মেম্বরগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমূখ৷
এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য হত দরিদ্র জনগোষ্ঠীল মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় মধুহাটি ইউনিয়নে ২৩৭৪ জনকে ২০ কেজি হারে চাল বিতরণ করেছেন মধুহাটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য হত দরিদ্র জনগোষ্ঠীল মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় মধুহাটি ইউনিয়নে ২৩৭৪ জনকে ২০ কেজি হারে চাল বিতরণ করেছেন মধুহাটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহাম্মেদ জুয়েল ৷ গতকাল শুক্রবার সকালে এ চাল দেওয়া হয়৷
এসময় তিনি নতুন ও পুরাতন মেম্বরদের নিয়ে সম্বয় করে চাল বিতরণ করেন৷
এদিকে সাধুহাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন দুঃস্থ হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভিজিএফ এর চার বিতরণ করেছেন৷ এসময় ইপস্থিত ছিলেন ঝিনাইদহ সদরের ট্যাগ অফিসার আব্দুর রাজ্জাক , ইউপি সচিব বিশ্ব্জিত্ কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন৷ এসময় তিনি ১৯৩০ জন দুঃস্থ্যদের মাঝে ২০ কেজি হাওে চাল বিতরণ করেন৷