রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নারীদের জন্য ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহে নারীদের জন্য ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৩মিঃ) ৩ জুলাই রবিবার সকালে ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ প্রাঙ্গণে ঘর কণ্যা’র আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিবছরের মত সেমাই-চিনি, ডাল, তৈল, চাউল বিতরণ করা হয়৷
ঘর কণ্যা’র আয়োজনে উইমেন্স চেম্বার ঢাকা, ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ ও বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সহযোগিতায় এবছর ২শতাধিক দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সেমাই-চিনিসহ ৫ আইটেমের ঈদ সামগ্রী বিতরণ করা হয়৷ ঈদ সামগ্রী বিতরণকালে বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ইসাহক আলী সমাজের বিত্তবানদের গরীব দুঃখীদের পাশে দাড়ানোর আহবান জানান৷
এ সময় আরো উপস্থিত ছিলেন ঘর কণ্যার স্বত্বাধিকারী লিজা ফেরদৌস, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সুমা খাতুন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মনোয়ার লস্কার, শাহাজান আলী, হাফিজুর রহমান প্রমূখ ৷
বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মনোয়ার লস্কারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘর কণ্যার স্বত্বাধিকারী লিজা ফেরদৌস ৷ আলোচনা সভা শেষে ঘর কণ্যার স্বত্বাধিকারী লিজা ফেরদৌসসহ অতিথিগন সেমাই-চিনিসহ ৫ আইটেমের ঈদ সামগ্রী বিতরণ করেন৷