সোমবার ● ৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ভিআইপিরাও যেন উল্টো রাস্তায় না যায় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ভিআইপিরাও যেন উল্টো রাস্তায় না যায় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: আমার মতো ভিআইপিরাও যেন উল্টো রাস্তায় না যায়৷ আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যাত্রীদের একটু ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান৷
তিনি চালকদেরও ধৈর্য্য ধারণ করে গাড়ি চালানোর আহ্বান জানান৷ আমার মতো ভিআইপিরাও যেন উল্টো রাস্তায় না যান, সেটাও আমি বিশেষভাবে অনুরোধ করছি৷
মন্ত্রী ২ জুলাই শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন৷ পরিদর্শনকালে তিনি রোভার স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন৷
এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহিন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন৷
মন্ত্রী আরো জানান, এবারই প্রথম প্রায় এক হাজার স্কাউট সদস্য যানজট নিরসনে কাজ করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রা স্বসত্মিদায়ক করতে এবার ১৬টি যানজটপ্রবণ পয়েন্টে এক হাজার রোভার স্কাউট নিয়োগ করা হয়েছে৷
শনিবার সকাল থেকেই তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদের কাজ শুরু করেছে৷ আমাদের যে প্রস্তুতি তাতে এবারের ঈদযাত্রার সূচনাতেই ভালো, কোন যানজট হয়নি, আশা করছি শেষ পর্যন্ত ভালো যাবে৷