সোমবার ● ৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » যানজট পরিস্থিতি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন : গাজীপুরে সেতুমন্ত্রী
যানজট পরিস্থিতি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন : গাজীপুরে সেতুমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মিঃ) যানজট পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যানজট পরিস্থিতি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন, ফোন করে খোঁজ খবর নিচ্ছেন৷ আমিও মেসেজ দিয়ে তাকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছি৷ আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এ বিষয়ে তত্পর৷’মন্ত্রী ৪ জুলাই সোমবার দুপুরে গাজীপুরের যানজট প্রবণ এলাকা চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করে এসব কথা বলেন৷
যাত্রীর তুলনায় যানবাহন সংকটের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘চন্দ্রা মোড়ে জনস্রোতের তুলনায় গাড়ি কম৷ এজন্য চন্দ্রা থেকে উত্তরবঙ্গের পথে ১০/১৫টি বাস চালু করতে বিআরটিসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া অন্য কোন ঘাটতি থাকলে আমাকে জানাবেন৷ আর গাজীপুরেই বিআরটিসির ডিপো আছে, ওখান থেকে গাড়ি চলে আসবে৷ কাজেই কোন ধরনের সমস্যা হবে না৷ হয়রানি মুক্ত একটি ভ্রমণ নিশ্চিত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে৷’
মন্ত্রী যাত্রীদের স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘যাত্রীদের সেবায় এবার ১৬টি পয়েন্টে প্রায় ১ হাজার স্বেচ্ছাসেবক স্কাউট সদস্য কাজ করছে৷ তাদের কারণে যাত্রীরা এবার আর অসহায়বোধ করবে না৷ যাত্রীদের জন্য মোবাইল টয়লেটেরও ব্যবস্থা রাখা হয়েছে৷’
এসময় মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, পুলিশ সুপার হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷