বুধবার ● ৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত ইশরাত আখন্দের দাফন সম্পন্ন
গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত ইশরাত আখন্দের দাফন সম্পন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: ঢাকার গুলশানে ১ জুলাই শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় নিহত ইশরাত আখন্দের দাফন সম্পন্ন হয়েছে৷
৪ জুলাই সোমবার বিকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে ওই ইন্সটিটিউটের কবরাস্থানে দাফন করা হয়৷
জানাজা ও দাফনে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোশরাফ হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারম্নন অর রশীদ, নিহত ইশরাত আখন্দের বড় ভাই আলী হায়াত আখন্দ, তার অপর ভাই কৃষি গবেষণা ইন্সটিটিউটের জীব প্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আবদুলস্নাহ ইউসুফ আখন্দ প্রমুখ শরিক হন৷
এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ডঃ ভাগ্যরাণী বনিক, সাবেক মহাপরিচালক ডঃ জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক প্রশাসন ডঃ শাহজাহান কবীর, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন৷
নিহতের ভাই ডঃ আবদুলস্নাহ ইউসুফ আখন্দ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, তার কর্মস্থল কৃষি গবেষণা ইন্সটিটিউট হওয়ায় তার বোনকে গাজীপুরে কৃষি গবেষণা ইন্সটিটিউটের কবরাস্থানে দাফন করা হয়েছে৷ নিহত ইশরাত আখন্দ ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট৷ তিনি ঢাকার একটি বায়িং হাউজে মানব সম্পদ বিভাগের পরিচালক পদে চাকুরি করতেন৷ শুক্রবার রাতে তিনি গুলশানের হলি আর্টিজান বেকারি রেষ্টুরেন্টে খাওয়ার জন্য গিয়েছিলেন৷ সেখানে সন্ত্রাসীরা ইশরাত আখন্দ কে হত্যা করে৷