বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ঈদুল ফিতর উদযাপিত
গাজীপুরে ঈদুল ফিতর উদযাপিত
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মিঃ) ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে৷
৭ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভাওয়াল রাজবাড়ি মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়৷ এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনির আহম্মেদ খান৷ প্রধান ঈদ জামাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম, বিপিএম, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ছাড়াও জেলার উর্ধতন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবিরাসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন৷ নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷ এছাড়া গাজীপুরের বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে৷
এবার গাজীপুরে ঈদের প্রধান জামাতে লোক বেশী হয়েছে৷ গত ২বছরের তুলনায় এবার গাজীপুর ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে লোক বেশী হয়েছে৷ ইমাম নিয়ে বিশৃঙ্খলা ও একটি হঠকারী সিদ্ধান্তের কারণে গত কয়েক বছর অনেক মুসল্লী ভাওয়াল রাজবাড়ি মাঠে ঈদের নামাজ পড়তে আসেনি৷