শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » জেএসএস এর বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের ষড়যন্ত্র, রাজনৈতিক হয়রানি
জেএসএস এর বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের ষড়যন্ত্র, রাজনৈতিক হয়রানি
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম:: তিন পার্বত্য জেলায় জনসংহতি সমিতির বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের ষড়যন্ত্র, দমন-পীড়ন ও রাজনৈতিক হয়রানির অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু গ্রুপ)। আওয়মিীলীগের প্রত্যক্ষ মদদে এ পর্যন্ত ২ জনকে হত্যা, ১৬ জনকে আটক, ৩০ জন আহত, ৫০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শতাধিক এলাকাছাড়া করার দাবী জানানো হয়।
৭ জুলাই বৃহষ্পতিবার জনসংহতি সমিতির প্রধান কার্যালয় থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা প্রেরিত গণমাধ্যমে এক ই-মেইল বার্তায় এই অভিযোগ করা হয়।
জেএসএস বার্তা্য় উল্লেখ করে যে, ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর তফসিল ঘোষণার পর থেকে বান্দরবান ও রাঙামাটি জেলার স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুলিশ ও নিরাপত্তাবাহিনীসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনসংহতি সমিতির সদস্যদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, দমন-পীড়ন ও রাজনৈতিক হয়রানি চালিয়ে আসছে । নির্বাচন-উত্তর সময়ে আওয়ামীলীগ ও প্রশাসনের সেই হীন তৎপরতা আরো জোরদার হয়েছে। সাম্প্রতিক কালে কোন ঘটনা ঘটলেই তাতে জনসংহতি সমিতির নেতৃত্বকে জড়িত করে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, হয়রানি করা হচ্ছে। জনসভা, সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জনসংহতি সমিতিকে নিশ্চিহ্নকরণ ও সমিতির সদস্যদের জীবনহানি ও সম্পত্তি ধ্বংসের প্রকাশ্য ঘোষণা দিয়ে চলেছে। গত মার্চ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর তফসিল ঘোষণার পর থেকে আজ অবধি আওয়ামীলীগের প্রত্যক্ষ মদদে জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের ২ জন সদস্যকে হত্যা, ১৬ জনকে আটক, ৩০ জনকে আহত, কমপক্ষে ৫০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং অন্তত শতাধিক সদস্যকে এলাকাছাড়া করা হয়েছে।
অচিরেই জেএসএস ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র, দমন পীড়ন ও রাজনৈতিক হয়রানী বন্ধ করতে এবং তাদের বিরুদ্ধে সাজানো ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানানো হয়, মংপু মারমা অপহরনের ঘটনাকে রাজনৈতিক উদ্দ্যেশ্যে ব্যবহার না করে তাকে উদ্ধারের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহন করার পাশাপাশি স্থানী আওয়ামীলণীগ যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করছে তা নিরসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের হস্তক্ষেপ কামনা করা হয় জেএসএস এর প্রেরিত বার্তায়।