শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় জল পাহাড়ের নতুন আয়োজন
মাটিরাঙ্গায় জল পাহাড়ের নতুন আয়োজন
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি মাটিরাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাড়তি আনন্দ দিতে মাটিরাঙ্গার খ্যাতনামা বিনোদন কেন্দ্র জল পাহাড় নতুন নতুন রাইড সংযোজন করেছে৷
ছোট্ট সোনামণিদের অনাবিল আনন্দ ও দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্যে যে দুটি নতুন রাইডার সংযোন করা হয়েছে তার মধ্যে হর্স রাইডার( ঘোড়া চক্কর) ও মনো রেল ( বিদ্যুতিক ট্রেন) অন্যতম৷ সামান্য কিছু শুভেচ্ছা মুল্য দিয়ে শিশুরা এ দুটি রাইডারে চড়ে মজা নিতে পারবেন অনায়াসে৷
এ ছাড়াও মানুষেও তৈরি আরও রয়েছে বিভিন্ন পশুপাখির প্রতিকৃতি যা শিশুদের মানুষিক বিকাশে বিশেষ অবদান রাখবে৷ রয়েছে ১০টি ঐতিহ্যবাহী ছনের ঠান্ডা ঠং ঘর, ২টি ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাচাংঘর, রয়েছে পানির মধ্যে নির্মাণকৃত ২ টি মুক্ত বাতাসের জলঘর ও পানিতে ভ্রমন ইচ্ছু মানুষের জন্য একটি পেডেল বোর্ড ( নৌকা ).
পাশাপাশী দ্বীপের মধ্যে মানসম্মত ও সু-স্বাদু খাবারের আয়োজন নিয়ে রয়েছে জলনীড় রেস্তোরা বা রেষ্টুরেন্ট৷ যা দর্শনার্থীদের সুবিধায় খাবারের মেন্যুতে রেখেছে চটপটি,হালিম,ফুচকা,চা,কপি,কোমল পানিসহ সকল প্রকার বিরিয়ানী ও চাহিদানুযায়ী টুরিষ্টদের জন্য অর্ডার সাপেক্ষে প্যাকেট লাঞ্চ ও ডিনার৷
এ বিষয়ে জল পাহাড় ইজারাদার দিলীপ কুমার সাহা জানান, আমরা দর্শনার্থীদের সকল চাহিদার কথা বিবেচনায় রেখেই আরও নতুন নতুন রাইডার ও উন্নত মানের খাবার সরবরাহের বিষয় ভাবছি৷ অনাগত দিনে আরও কিছু জলঘর ও একটি ঝুলন্ত ব্রীজ নির্মানের পরিকল্পনা রয়েছে ৷
এ বিষয়ে দর্শনার্থী মো: সিবাজুল ইসলাম ও মো: সোহরাব হোসেন সৌরভ পার্বত্য অঞ্চলের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমনের অভিজ্ঞতার আলোকে জানান,পার্বত্য খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন,রিচাং ঝর্ণা,জেলা পরিষদ ঝুলন্ত ব্রীজ এর চেয়ে বিভিন্ন ইভেন্ট ও আয়োজন বেশী থাকায় মাটিরাঙ্গা জল পাহাড় ভ্রমন পিপাসু মানুষের কাছে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে৷ এ সময় তারা,জল পাহাড় নির্মাণের উদ্দোক্তা ও মাটিরাঙ্গার সাবেক ইউএনও মণিরুজ্জামান বকাউলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে,জল পাহাড়ের নিরাপত্তার প্রতি সন্তোষ্টি প্রকাশ করেন৷ তারা আরও বলেন,খাগড়াছড়িতে আসা পর্যটকরা অন্তত একবার মাটিরাঙ্গা জলপাহাড় এসে নয়নাভিরাম এই সৌন্দর্য্য উপভোগ করার প্রয়োজনীয়তা রয়েছে ৷