শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউইয়র্ক ব্রংক্সে কম্যুনিটি বোর্ডের সদস্য হলেন বাংলাদেশের শেখ শাহজাহান
নিউইয়র্ক ব্রংক্সে কম্যুনিটি বোর্ডের সদস্য হলেন বাংলাদেশের শেখ শাহজাহান
গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশী ইমিগ্রান্ট শেখ শাহজাহান নিউইয়র্ক সিটির ব্রংক্স বরোতে কমিউনিটি বোর্ডের সদস্য নির্বাচীত হয়েছেন৷ গাজীপুরের কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক জিএস ও নিউইয়র্কস্থ কাপাসিয়া সমিতির সাবেক নেতা কমিউনিটি একটিভিস্ট শেখ শাহজাহান সমপ্রতি ব্রংক্সে কম্যুনিটি বোর্ডের সদস্য নির্বাচীত হন৷
ব্রংক্স বরো প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ জুনিয়র এক চিঠিতে শেখ শাহজাহানকে কম্যুনিটি বোর্ডের সদস্য নির্বাচীত করার বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আগামী ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত দুই বছর মেয়াদে কম্যুনিটি বোর্ড-১ এর সদস্য হিসেবে কাজ করবেন৷ স্থানীয় সিটি কাউন্সিল সদস্য রাফায়েল স্যালামাঞ্চার প্রস্তাবে বরো প্রেসিডেন্ট সদস্য পদে শেখ শাহজাহানকে নির্বাচন করেন৷
উল্লেখ্য কম্যুনিটি বোর্ড মেম্বারের পদটি অবৈতনিক ও স্বেচ্ছাসেবী কাজ৷ বোর্ড মেম্বারগণ তাদের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরা থেকে বাজেট বরাদ্দ, ল্যান্ড জোনিং, স্কুল সিস্টেম ও সিটির নানা সার্ভিস এলাকার মানুষের কাছে সঠিকভাবে পৌছে দেয়ার পক্ষে বিপক্ষে বোর্ড সভা তুলে ধরেন৷ তাদের প্রস্তাবের ভিত্তিতে সিটির অনেক গুরুত্বপূর্ণ নিদ্ধান্ত গৃহীত হয়৷
তাঁর ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি মোঃ ইকবাল হোসেন শেখ এতথ্য জানান৷
শেখ শাহজাহানের জন্ম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামে৷ তিনি কাপাসিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের নির্বাচীত জিএস ছিলেন৷ শেখ শাহজাহান কাপাসিয়া উপজেলার সকলকে এবং দেশবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন৷