শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে শোকের মধ্যে স্কুলে নিরাপত্তাহীন আনন্দ
সিরাজগঞ্জে শোকের মধ্যে স্কুলে নিরাপত্তাহীন আনন্দ
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:: (২৪ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি:)
গুলশান ও শোলাকিয়া ট্রাজেডি যখন দেশের মানুষকে স্তব্দ করেছে, সারাদেশে শোক পালন করা হচ্ছে ঠিক তখনই সিকিউরিটিবিহীন ও প্রশাসনের অনুমতি না নিয়ে শুক্রবার দিন ব্যপি সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক ছাত্রী নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা নিয়ে সিরাজগঞ্জবাসীর মধ্যে তীব্র ৰোভ বিরাজ করছে৷ সিরাজগঞ্জবাসীর প্রশ্ন দেশের মানুষ যখন গুলশান ও শোলাকিয়া ট্রাজেডি নিয়ে শোকাহত-আতঙ্কিত ঠিক সেই সময়ে এতোগুলো ছাত্রী নিয়ে সিকিউরিটি বিহীন অনুষ্ঠান কতটুকু যৌক্তিক? স্কুল কর্তৃপৰই কিভাবে এই মুহুর্তে এতোবড় অনুষ্ঠানের অনুমতি দিয়েছে? সিকিউরিটি বিহীন অনুষ্ঠানে যদি কোন অঘটন ঘটে তবে এর দায়ভার কে নিতো ? তবে স্কুল কর্তৃপক্ষ গুলশান ট্রাজেডির আগেই ছাত্রীদের এ অনুমতি দেয়া হয়েছিল যে কারণে আর অনুষ্ঠান বন্ধ করা সম্ভব হয়নি৷ প্রধান শিৰকের দায়িত্বহীন এমন কান্ডে সিরাজগঞ্জবাসী হতবাক৷ অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতির দাবী করছেন সচেতনমহল৷
নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানে আসা ছাত্রীরা জানান, আমরা ঈদ পুনর্মিলনীতে এসেছি ঠিকই৷ কিন্তু আমাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে৷ না আসলে বন্ধুরা মন খারাপ করবে এ জন্যেই এসেছি৷ তাছাড়া প্রধান শিক্ষক সার্বক্ষনিক আমাদের পাশে থেকে আমাদের অভয় দিচ্ছে৷
সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি মিতালী হোসেন এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুমানা ইয়াসমিন শাওনের সাথে কথা হলে তারা জানান, দেশের এই অবস্থায় আমার এই ধরনের আনন্দ অনুষ্ঠানের কথা ভাবতেই পারি না৷ সারা দেশের মানুষ এই শোকের মধ্যে ঈদের আনন্দই তেমন ভাবে অনুভব করতে পারে নাই৷ এই অনুষ্ঠানের সাথে আমাদের সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সম্পৃক্ততা নেই৷
এ বিষয়ে স্কুলের প্রধান এস.এম. আল হালিম আজাদী জানান, প্রায় মাসখানেক আগে এক ব্যাচের ছাত্রীরা অনুমতি নিয়েছিল৷ কিন্তু তারা যে এতো বড় আয়োজন করবে সেটা আমার জানা ছিল না৷ প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে এই মুহুর্তের এতো বড় অনুষ্ঠান করছেন এমন প্রশ্নের জবাবে বলেন, ছাত্রীরা পুলিশকে বলেছিল৷ কিন্তু কোন পুলিশ আসেনি৷
জেলা প্রশাসক ও স্কুল কমিটির সভাপতি বিল্লাল হোসেন জানান, অনুষ্ঠানের বিষয়ে তাকে অবহিত করা হয়নি৷ বিষয়টি তার জানা নেই৷