রবিবার ● ১০ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » রাস্তায় কাজের মান নিয়েও আমি খুশী নই: গাজীপুরে সেতু মন্ত্রী
রাস্তায় কাজের মান নিয়েও আমি খুশী নই: গাজীপুরে সেতু মন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি:: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তায় শৃংখলা বজায় রাখতে হবে৷ আমি রাস্তা ফোর লেন করলাম, আট লেন করলাম, কোন লাভ হবে না৷ রাস্তা যদি দখল হয়ে থাকে, রাস্তায় যারা চলে তারা যদি শৃংখলা মেনে না চলে, তাহলে ফোর লেন করে কি হবে, এইট লেন করে কি হবে৷
তিনি ৯ জুলাই শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মানুষের ঈদশেষে কর্মস্থলে ফেরা ব্যবস্থাপনা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, রাস্তায় কাজের মান নিয়েও আমি খুশী নই৷ রাস্তা হচ্ছে৷ নবীনগর-চন্দ্রা মহাসড়কের কাজ শেষ হয়েছে দুই বছর আগে৷ এখন সেখানেও একটু বৃষ্টি হলে গর্ত হয়, অনেক গর্ত৷ মেরামত করতে বলেছি, মেরামত কাজ এখনও শেষ হয়নি৷ আমি গেলেই, আমার সামনে একটা গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে৷ তারপর আর কাজ হয় না৷ এটা খুব দুর্ভাগ্যজনক৷ এখনও আমি যে কাজগুলো দেখে গেছি এর মধ্যে তো বৃষ্টিও হয়নি তেমন, তারপরও কিন্তু কাজের মান সন্তোষজনক নয়৷
মন্ত্রী আরো বলেন, বিআরটি, কর্ণফুলি টানেল, ফোর লেন, এইট লেন সবই করা যাবে কিন্তু রাস্তায় যদি শৃংখলা ফিরে না আসে এবং এটার জন্য আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি এবং মানসিকতার পরিবর্তন না করি, তাহলে কোন লাভ নেই এসব ফোর লেন, এইট লেন, ফ্লাইওভার, মেট্টোরেল এগুলো কোন কাজে আসবে না৷
তিনি বলেন, আমি আমার আন্দোলন চালিয়ে যাচ্ছি৷ লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো৷
এছাড়া মন্ত্রী আরো বলেন, দু:খ হয় অনেক ধনী মানুষ যাদের মধ্যে জনপ্রতিনিধিও রয়েছেন, তারা দেশ ছেড়ে বিদেশে গিয়ে ঈদ করেন৷ তারা এদেশে ঈদের আনন্দ খুঁজে পান না৷ এটা পরিহার করতে হবে৷
এসময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর হাইওয়ের পুলিশ সুপার শফিকুর রহমানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
এদিকে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ঢাকামুখী মানুষ ফিরতে শুরু করেছেন৷ তবে মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷