সোমবার ● ১১ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » জাতীয় পদক এর জন্য মনোনীত হলেন অধ্যক্ষ এম. ফজলুল করিম
জাতীয় পদক এর জন্য মনোনীত হলেন অধ্যক্ষ এম. ফজলুল করিম
সংবাদ বিজ্ঞপ্তি :: দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজর অধ্যক্ষ এম. ফজলুল করিম কে “উচ্চতর শিক্ষা প্রসারে বলিষ্ট ভূমিকার রাখায় জাতীয় পদক” এর জন্য মনোনীত করেছেন ঢাকা ভিত্তিক কাব্যকথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংসদ৷
আগামী ২৭ জুলাই পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হল, শাহবাগ, ঢাকায় দিনব্যাপী জাতীয় সাহিত্য উত্সব-২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাহিত্য উত্সব-২০১৬ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, আইনজীবি ও দেশ বরেণ্য কবি সাহিত্যিক উপস্থিত থাকবেন৷
অনুষ্ঠানের আহবায়ক একুশে পদকে ভূষিত জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা এবং সদস্য সচিব কবি ও সাহিত্যিক আসলাম সানী৷ অনুষ্ঠান সমন্বয়ক কাব্যকথা সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এর জালাল খান ইউসুফী স্বাক্ষরিত ২৭.৬.২০১৬ইং তারিখ “জাতীয় পদক গ্রহণ” বিষয়ক এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন৷