বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গণ পিটুনিতে এক ডাকাত নিহত
গণ পিটুনিতে এক ডাকাত নিহত
সিংড়া (নাটোর) প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় ডাকাতি করতে গিয়ে গণ পিটুনিতে রেজ্জাক আলী (৩৫) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে ৷ ডাকাতি কাজে বাধা দেওয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে বাড়ির গৃহকর্তা সাহেব আলী (৫০)৷ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের বুনকুঁড়ি (নতুন পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে ৷ নিহত রেজ্জাক একই উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের কলিগ্রামের সোলাইমান আলীর ছেলে ৷ পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ৷ এঘটনায় আহত সাহেব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন, স্থানীয় গ্রামবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিংড়া উপজেলার বনকুঁড়ি গ্রামের কৃষক সাহেব আলীর বাড়িতে ডাকাতি করতে যায় ১০/১২জনের (সবার মুখ কাপড় দিয়ে বাধা ছিল) একটি ডাকাত দল ৷ এসময় দেশীয় অস্ত্রের (দাঁ,হাসুয়া) মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২লাখ ৭০হাজার টাকা এবং বেশ কিছু অলংকার লুট করে তারা ৷ বাড়ির গৃহকর্তা সাহেব আলী ডাকাতদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয় ৷ এক পর্যায়ে পরিবারের সদস্যদের চিত্কারে এবং মসজিদের মাইকে ডাকাতির ঘোষণায় গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে ৷ এসময় সবাই পালিয়ে গেলেও রেজ্জাক নামে এক ডাকাত পানিতে ঝাঁপ দিলে তাকে ধরে গণ পিটুনি দেয় গ্রামবাসীরা ৷ গণ পিটুনীর এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷ আহত অবস্থায় বাড়ির গৃহকর্তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷ বুধবার সকালে সিংড়া থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ৷
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, গণ পিটুনিতে ডাকাত নিহত এবং বাড়িতে ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷ আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ৫০ মিঃ