সোমবার ● ১১ জুলাই ২০১৬
প্রথম পাতা » জাতীয় » উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রুপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প পরিদর্শন
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রুপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প পরিদর্শন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১৯ মিঃ) বারো সদস্য বিশিষ্ট সচিবদের একটি উচ্চ পর্যায়ের শক্তিশালি প্রতিনিধি দল ১১ জুলাই সোমবার দুপুরে রুপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন৷ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নেন,প্রধান মন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি,ভুমি মন্ত্রনালয়ের সচিব মেসবাউল আলম,তথ্য সচিব মোর্তজা আহমেদ,বাস্তবায়ন , পরিবিক্ষন ও মুল্যায়ন সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী,গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার,পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ,নৌ পরিবহণ সচিব অশোক মাধব রায়,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(পারমাণবিক বিদ্যুত্) আনোয়ার হোসেন,অতিরিক্ত সচিব ও উপদেষ্টা রুপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র রবীন্দ্রনাথ রায় চৌধুরী,পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবু জুলকারনাইদ ও রুপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. শৌকত আকবর ৷ এসময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান,গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুর রহমান,পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো,পুলিশ সুপার আলমগীর কবির পরাগ, র্যাব-১২ ইনচার্জ আকরাম আলী, ইউএনও শাকিল মাহমুদ, এসিল্যান্ড জাহিদ নেওয়াজ ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
প্রতিনিধি দল প্রকল্প এলাকা ঘুরে দেখেন৷ এসময় রাশিয়ান প্রকৌশলী ও জেএসসি এসিই বাংলাদেশ শাখার পরিচালক ভ্লাসভ পাভেল ভিক্টোরোভিচ প্রতিনিধি দলকে কনস্ট্রাকশন কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন৷ এর আগে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে প্রকল্পের কর্মকর্তারা ভিআইপি সম্মেলন কক্ষে প্রকল্পের বর্তমান,ভবিষ্যত ও সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়৷ এ পর্বে রুপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. শৌকত আকবর রুপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজের অগ্রগতি, প্রকল্পের মুল পর্যায়ের কার্যাবলী, নিরাপত্তা, জনবল, বিদ্যুত্ উত্পাদন সরবরাহ ,প্রকল্পের কাজের জন্য রাশান ফেডারেশনের নির্ধারিত ঠিকাদার এটমস্ট্রয় এক্সপোর্ট এর সঙ্গে হওয়া ৪ টি চুক্তি স্বাক্ষরের বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়৷