মঙ্গলবার ● ১২ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » বরকলের ছোট হরিনাতে রাঙামাটি সেক্টর আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
বরকলের ছোট হরিনাতে রাঙামাটি সেক্টর আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
জুঁই চাকমা :: (২৮ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ১.৫০মিঃ) ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোট হরিনার তত্ত্বাবধানে রাঙামাটি সেক্টর বিজিবি আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা ২০১৬ আগামী ১৮ জুলাই থেকে ২০ জুলাই রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোট হরিনা বিনোদন কক্ষে অনুষ্ঠিত হবে৷
রাঙামাটি সেক্টর বিজিবি আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা উদ্ভোধন করবেন ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল শাহাবুদ্দিন ফেরদৌস পিএসসি ৷ এবারের প্রতিযোগিতায় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ক দল, ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খ দল, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন গ দল ও ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঘ দল অংশ গ্রহন করবে৷
রাঙামাটি সেক্টর বিজিবি আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা মাইনাস(-) ৪৫ কেজী, মাইনাস(-)৫০ কেজী, মাইনাস(-) ৫৫ কেজী, মাইনাস(-) ৬৬ কেজী, মাইনাস(-) ৭৩ কেজী, মাইনাস(-) ৮১ কেজী, মাইনাস(-) ৯০ কেজী, মাইনাস(-) ১০০ কেজী ও পস্নাস(+) ১০০ কেজী ওজন শ্রেণীর ভিত্তিতে অনুষ্ঠিত হবে৷
২০ জুলাই রাঙামাটি সেক্টর বিজিবি আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা ২০১৬ এর সমাপনী দিনে বিজিবি রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরনের কথা রয়েছে৷
এবারে প্রতি ওজন শ্রেণীতে ২ জন করে ৪ টি ব্যাটালিয়ন থেকে ৮০ জন জুডো খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে৷
রাঙামাটি সেক্টর বিজিবি আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা ২০১৬ এর সার্বিক সমন্বয়কারী হিসেবে রয়েছেন ক্যাপ্টেন এসকেএম সাকিব হাসান সানি, উপ পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোট হরিনা৷
২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোট হরিনা এর তত্ত্বাবধানে রাঙামাটি সেক্টর বিজিবি আন্ত ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতায় খেলা পরিচালনা করবেন বাংলাদেশ জুডো ফেডারেশনের তিনজন দক্ষ জুডো রেফারী৷
উল্লেখ্য, এবারই প্রথম পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলে রাঙামাটি শহর থেকে ৭৫ কিলোমিটার দুরে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোট হরিনা এর তত্ত্বাবধানে এই জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷