মঙ্গলবার ● ১২ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠক মিটুন আটক
খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠক মিটুন আটক
খাগড়াছড়ি প্রতিনিধ:: (২৮ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ৩.৪০মিঃ) খাগড়াছড়ি সদরের মহিলা কলেজ সড়ক এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সংগঠক একাধিক ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামী মিটুন চাকমা(৩৭)কে তার বাড়ি ঘেরাও করে পুলিশ আটক করেছে৷
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি শক্তিশালী টিম নিয়ে ১১ জুলাই সোমবার দিবাগত রাতে মহিলা কলেজ এলাকায় সদর সার্কেলের এএসপি মো: রইছ উদ্দিন মিটুন চাকমার বাড়ী ঘেরাও করে৷ এসয় গেইটে তালা ঝুলানো থাকায় পুলিশ দেয়াল টপকিয়ে বাড়ীতে ঢুকার চেষ্টা করে৷ পুলিশ বাড়ির দরজা খুলার জন্য বললে, তার স্ত্রী রিনা দেওয়ান জন প্রতিনিধি ছাড়া দরজা খুলতে অপারগতা প্রকাশ করেন৷ পরে স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হককে নিয়ে এসে পুলিশ ঘর থেকে মিটুন চাকমাকে আটক করে৷
এএসপি মো: রইছ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক মিটুন চাকমা বিস্ফোরক দ্রব্যসহ ১০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী৷ তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় এসব মামলা রয়েছে৷ তিনি জানান তাকে ব্যাপক জিঙ্গাসাবাদ করা হচ্ছে৷ সে “সিএইচটি” নামে একটি অনলাইনের এডিটর বলেও পুলিশ জানিয়েছে৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানায় তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে৷