মঙ্গলবার ● ১২ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৫মিঃ) গাজীপুরে আগামী ১৬ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে৷
১২ জুলাই মঙ্গলবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ও স্বাস্থ্য অধিদপ্তর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মোঃ আসলাম হোসেন, গাজীপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাজী মোঃ আতিকুল ইসলাম, সিটি করপোরেশনের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার মিসেস মমতাজ বেগম, স্যানিটারী ইন্সপেক্টর মলয় কুমার দাস প্রমুখ৷
সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই শনিবার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে গাজীপুর সিটি করপোরেশন ৯৫ হাজার ৩৭৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে৷ এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১৩০ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৪ হাজার ২৪৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে৷
সিটি করপোরেশনের ২৫৬টি কেন্দ্রে, ৬টি স্থায়ী কেন্দ্র, ১৩টি মোবাইল কেন্দ্র এবং ১৩টি মোবাইল টিমের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে৷ এ কর্মসূচিতে ৫৪ জন সুপারভাইজার, ১১৩ জন স্বাস্থ্যকর্মী, ৭৬৮ জন স্বেচ্ছাসেবী সেবা প্রদান করবেন৷ ওরিয়েন্টেশন সভায় গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷