মঙ্গলবার ● ১২ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল উত্সবে ক্রীড়া প্রতিমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল উত্সবে ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ১২ জুলাই মঙ্গলবার বিকেলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদ ফুটবল উত্সব অনুষ্ঠিত হয়েছে৷ ফাইনাল শেষে বিজয়ী এবং বিজীত দলের খেলোয়াড়ের পুরস্কৃত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার এমপি ৷ এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়াম্যান হেলেনা জাহাঙ্গীর এবং ওয়ালটন গ্রম্নপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)৷
ওয়ালটন আয়োজিত এই আসরের ফাইনালে আরামবাগ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে ৷ পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামকে৷ শিরোপা নির্ধারিত ম্যাচে ২টি গোলই করেছেন সাবি্বর৷ প্রধান অতিথিসহ অনন্যারা এই সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল ম্যাচ উদ্বেলিত চোখে উপভোগ করেছেন৷ ২ দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বিরেন শিকদার এমপি এমন ব্যাতিক্রমীধর্মী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য কি করা যায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে অচিরেই কর্মপন্থা খুঁজে দেখা হবে৷ কারণ গরীব-ধনী বলে কথা নেই ৷ সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ৷ আর বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে পৃথিবীর মধ্যে অনেক পরিচিত একটি নাম৷ ক্রীড়াবিদরা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনছে৷ তাই আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই৷ সরব-সচল রাখতে চাই সকল পর্যায়েই৷’