বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে জেলা বিএনপি’র সভাপতির আগমন ঠেকাতে বিক্ষোভ
আলীকদমে জেলা বিএনপি’র সভাপতির আগমন ঠেকাতে বিক্ষোভ
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বান্দরবান পার্বত্য জেলার সভাপতি সাচিংপ্রু জেরী ১৩ জুলাই বুধবার আলীকদম উপজেলায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক সফরের উদ্দেশ্যে আলীকদম উপজেলায় আগামনকে ঠেকাতে উপজেলা বিএনপি’র একাংশ বিক্ষোভ মিছিল করেছে ও প্রতিবাদ সমাবেশ করেছে৷ ১২ জুলাই মঙ্গলবার বিকেলে ভিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলীকদম বাজার চত্ত্বরে এসে শেষ করে মিছিলকারীরা এক পথ সভায় মিলিত হয়৷ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় অনন্যদের ম্যধে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহাম্মদ, সাবেক সহ-সভাপতি এরশাদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মনছুর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল উদ্দিন, যুব দলের সাবেক আহবায়ক মোঃ ইউনুছ মিয়া, উপজেলা যুব দলের সভাপতি আবুল হাসেম, নয়পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহাম্মদ, সাধারণ সম্পদক ফরিদুল আলম,চৈৰ্যাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আবুল কাসেম (পিসি) আলীকদম উপজেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান জয়নার আবেদীন ও আলীকদম উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমূখ৷
এসময় বক্তারা বলেন বিএনপি চেয়ারপারসন মনোনিত ধানের শীষ প্রতিক নিয়ে সম্প্রতি অনুষ্ঠেয় আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে জেলা বিএনপি’র সভাপতি সাচিংপ্রু জেরী ও তার অনুষারী উপজেলা বিএনপির একাংশ বিরোধীতা করার কারণে ধানের শীষ প্রতিক তথা বিএনপি মনোনীত প্রার্থীর ভারাডুবি হয়েছে৷ যার কারণে ভাবিষ্যতে অনুষ্ঠিতব্য নির্বাচনসমূহে আলীকদম উপজেলার নেতৃবৃন্দকে মারাত্মক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে৷ এছাড়াও রাজনৈতিক দলসমূহের কাছে বিএনপি’র ভাবমূর্তী অনেকাংশে ৰুন্য হয় বলে বক্তারা দাবি করেন৷ বক্তারা আরো বলেন, জেরী ও তার দোসরদের হাতে আলীকদম বিএনপি নিরাপদ নয়৷ এরা বিএনপির নামে নিজেদের আখের গুছিয়ে দলকে পুরো জেলায় বিপর্যস্থ করে চলেছে৷ সাচিংপ্রু জেরীর এর আগেও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মিসেস ম্যামা চিং এর বিপক্ষে অবস্থান নিয়ে দলের বিরুদ্ধে আত্মঘাতি কর্মকান্ডে লিপ্ত ছিল৷ আলীকদমের ইউপি নির্বাচনে তার ভূমিকায় স্থানীয় নেতাকর্মীরা হতাশ৷ তাই যে কোন মূল্যে আলীকদমে তার সাংগঠনিক সফর প্রতিহত করা হবে৷