বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে লেগুনা কারখানায় সেতুমন্ত্রী
গাজীপুরে লেগুনা কারখানায় সেতুমন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে মাইক্রোবাস কেটে লেগুনা তৈরির কারখানায় হঠাত্ উপস্থিত হয়ে অবৈধ ওই কর্মকান্ড বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷
১৪ অক্টোবর বুধবার বিকেলে গাজীপুর জেলার সালনায় গড়ে ওঠা বিভিন্ন লেগুনা তৈরির কারখানায় মন্ত্রী অভিযান চালান ৷
অভিযান শেষে মন্ত্রী বলেন, ১২-১৪ বছরের বাচ্চারা এসব গাড়ি চালাচ্ছে৷ ‘মাইক্রোবাস কেটে যে লেগুনা বানানো হচ্ছে তার কোনটিরই বৈধ কাগজপত্র নেই ৷ এখানে একটি সিন্ডিকেট কাজ করছে ৷’ এসময় মন্ত্রী সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন ৷
পরে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারীর ওপর ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘ফোর লেন যদি এভাবে দখল হয়ে থাকে তবে এটা করে আমাদের লাভ কী ? এর সুফল যদি জনগণ না পায় তবে সরকারের কোটি কোটি টাকা ব্যয় করার বেনিফিট কোথায় ?
এসময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্রমিক নেতা সুলতান উদ্দিন আহমেদ সরকারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ৷ আপলোড :১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯. ৩২ মিঃ