বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শামুকছড়ির এক কৃষকের ধানক্ষেত প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই
শামুকছড়ির এক কৃষকের ধানক্ষেত প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই
কাউখালী প্রতিনিধি :: ( ২৯ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মিঃ) পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের নাম শামুকছড়ি৷ যেখানে রয়েছে শুধুমাত্র মারমা সম্প্রদায়ের বসবাস৷ এই গ্রামেরই বাসিন্দা রেচি মারমা সুমনের ধানক্ষেতের বীজতলা প্রতিহিংসার আগুনে কে বা কারা জ্বালিয়ে শেষ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
জানা যায়,কাউখালী উপজেলার ৯৮ নং কচুখালী মৌজার শামুকছড়ি গ্রামের বাসিন্দা রেচি মারমা সুমন ৮০ নং খতিয়ানের অন্দরে ১৯৩৪,১৮৭৭,১৮২৯ দাগের ৭০ শতক জমি আপন বড় ভাই চাইথোয়াই অং মারমা পিতা মৃত,ক্যাথোয়াই প্রু মারমা হতে ক্রয় করে নেন৷ যা বিবিধ মামলা নং ৯৪(ডি)(আদালত)(৯৮)মুলে ৮০নংখতিয়ানের এজমালিভুক্ত মালিক চাথোয়াই অং মগ এর অংশিয় জমি হতে ৭০ (সত্তর শতক) জমির মালিক হন৷ বন্ড নং ৮০৯/১৫-১৬ তারিখ ২৮.০৯..২০১৫ইং৷ সেই জমিতে রেচি মারমা সুমন দির্ঘদিন যাবত্ ধান চাষ করছেন বলে জানান৷ কিন্তু গত ৯জুলাই ভোর রাত্রে কে বা কারা তার সেই জমিতে (ধানের বীজ তলা) বিষাক্ত কীটনাশক ছিটিয়ে দিয়ে সম্পুর্ন ধান বীজ ধ্বংস করে দেন৷
এ ব্যাপারে কৃষক রেচি মারমা বাদি হয়ে গত ১১ জুলাই কাউখালী থানায় অজ্ঞাত নামে বিবাদী করে একটি সাধারন ডায়েরী করেন৷ কাউখালী থানার সাধারন ডায়েরী নং ৩২১,১১.০৭.১৬৷ সরেজমিন পরিদর্শনকালে শামুকছড়ির বাসিন্দা অংশি প্রু মারমা,চাইলাউ মারমা, পাইচি মারমা,থুইচানু মারমা(কার্বারী) এ্ই প্রতিনিধিকে বলেন আমরা শামুকছড়ি গ্রামের বাসিন্দারা খুবই শান্তিতে বসবাস করে আসছিলাম৷ কিন্তু গত কয়েক দিন কে বা কারা রাতের আধারে রেচি মারমা সুমনের ধান ক্ষেত (বীজতলা) বিষাক্ত কীটনাশক ছিটিয়ে দিয়ে তার ক্ষেত নষ্ট করে দেয় যা
খুবই দঃখজনক৷ তাই আমরা এর সুষ্ঠ বিচার চাই৷
এ ব্যাপারে সুষ্ঠ তদন্ত করে দোষিকে খুজে বের করে শাস্তি দেয়া হোক এটাই শামুকছড়ি গ্রামের বাসিন্দাদের এক মাত্র প্রত্যাশা৷