বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কবর থেকে কলেজছাত্রীর লাশ উত্তোলন
গাজীপুরে কবর থেকে কলেজছাত্রীর লাশ উত্তোলন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মিঃ) গাজীপুরে মৃত্যুর ১৩ মাস পর এক কলেজছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে৷ আদালতের নির্দেশে ১৩ জুলাই বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের জোলারপাড় এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার ওই লাশ উত্তোলন করা হয়৷
নিহত ওই ছাত্রীর নাম শারমিন সরকার (১৮)৷ তিনি গাজীপুর সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং জোলারপাড় এলাকার মোঃ আব্দুর রাজ্জাক সরকারের মেয়ে৷
লাশ উত্তোলনের সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা, মোঃ মামুন শিবলী ও মোঃ রাসেল মিয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ সোহরাব হোসেন এবং জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া উপস্থিত ছিলেন৷
নিহত কলেজছাত্রীর মা সুফিয়া সরকার জানান, তার মেয়ে শারমিনের জিহবায় সিষ্ট থাকার কারণে ২০১৫ সালের ৩০ মে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিত্সক অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ খানকে দেখান৷ তার পরামর্শে ৩ জুন ওই হাসপাতালে ভর্তি করান এবং পরদিন শরমিনের অপারেশন করা হয়৷
তিনি অভিযোগ করেন, অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ খান তার মেয়ের অপারেশন নিজে করবেন বলে প্রতিশ্রুতি দিলেও অপারেশনের সময় তিনি অনুপস্থিত ছিলেন৷ তার সহকারী আবুল হোসেনকে দিয়ে অপারেশন করান৷ অপারেশনের প্রি-অপারেটিভ চেকআপ, এনেসথেসিয়া করার সময় যথাযথ নিয়ম মানা হয়নি৷ ভুল চিকিত্সা ও কর্তব্যরত চিকিত্সকদের অবহেলার কারণে তার মেয়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়৷ এতে তার মেয়ের অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়৷ একপর্যায়ে ১৩ জুন শারমিন মারা যান৷
এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই হাসপাতালের চিকিত্সক অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ খান, চিকিত্সক মোঃ আবুল হোসেন, এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এমএ করিম, একই বিভাগের কনসালটেন্ট ডাঃ ফাইজুর ইসলাম চৌধুরীকে আসামি করে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন৷
এ ব্যাপারে শারমিনের মা সুফিয়া সরকার ওই চার চিকিত্সকদের শাস্তির দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন৷ পরে কর্তৃপক্ষ তদন্ত শেষে চার চিকিত্সককে সাময়িক বরখাস্ত করে৷
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন জানান, ঢাকার সিএমএম আদালতের নির্দেশক্রমে ময়নাতদন্তের জন্য কবর থেকে শারমিনের লাশ উত্তোলন করা হয়েছে৷