বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮ মিঃ) গাজীপুর মহানগরীর কাশিমপুর কাঁঠালতলা এলাকায় এক বিকাশ কর্মীকে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা৷
১৩ জুলাই বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে৷ গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম সেলিম মুন্সি (৩২)৷
সেলিম মুন্সি বরিশালের বাকেরগঞ্জ থানার কাটিদিয়া গ্রামের মোঃ মহিউদ্দিন মুন্সির ছেলে৷ তিনি গাজীপুর শহরের শিমুলতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে বিকাশে চাকরি করতেন৷ গুরম্নতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারম্নন অর রশিদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুপুর ১২টার দিকে সেলিম হোসেন বিকাশের টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন৷ এসময় কাশিমপুর কাঁঠালতলা এলাকার ডিবিএল কারখানার কাছে এসে পৌঁছলে দুটি মোটরসাইকেল যোগে চার দুর্বৃত্ত সেলিম হোসেনের দুই পায়ে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে দ্রম্নত পালিয়ে যায়৷ দুর্বৃত্তরা এসময় ৩/৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়৷
পরে এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়৷