বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫
ঈশ্বরদীতে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫
ঈশ্বরদী প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪মিঃ) দেশব্যাপি জঙ্গি হামলার প্রতিবাদে ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে ১৪ দলের পক্ষ থেকে পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়৷ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাজেবিন শিরিন পিয়া ও পৌর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে এ জঙ্গি বিরোধী মিছিল বের করা হয় ৷ একই সময় বাজার রোডের আওয়ামীলীগ অফিস থেকে ১৪ দলের ব্যানারে উপজেলাজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পৃথক মিছিল বের করার প্রস্তুতি চলতে থাকে৷ পৌর আওয়ামীলীগের মিছিলটি আওয়ামীলীগ অফিস অতিক্রম করার সময় হঠাত্ করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঠা নিয়ে আক্রমনের শূরু হয়৷ এসময় অধ্যাপক আকরাম হোসেনসহ উভয় গ্রুপের অন্ততঃ ১৫ জন আহত হয়৷ আহতরা বিভিন্ন স্থানে চিকিত্সা নেয়৷
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু জানান,১৪ দলের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হলে আওয়ামীলীগ অফিসের সামনে হঠাত্ করে ঈশ্বরদীর চিহ্নিত সন্ত্রাসীরা মিছিলের ওপর বোমা,গুলি, লাঠিসোঠা,ইটপাটকেল নিক্ষেপ করে ৷ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল এঘটনার সত্যতা স্বীকার করেন৷ অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম বলেন, দেশব্যাপী জঙ্গিবাদের প্রতিবাদে পোস্ট অফিস মোড় থেকে ১৪ দলের পক্ষ থেকে মিছিল বের করা হয়৷ মিছিলটি মুক্তিযোদ্ধা সংসদের সামনে পৌঁছালে ২০/২৫ জন সন্ত্রাসী মিছিলের ওপর আক্রমন করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়৷