বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদ্যালয়ের বারান্দায় ককটেল বিস্ফোরন: শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত
গাজীপুরে বিদ্যালয়ের বারান্দায় ককটেল বিস্ফোরন: শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মিঃ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ ইয়াকুব আলী শিকদার উচ্চ বিদ্যালয়ের বারান্দায় ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দুর্বৃত্তরা৷ এসময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান জানান, ক্লাস চলার সময় বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে দুর্বৃত্তরা দূর থেকে দশম শ্রেণীর বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দ হয় এবং ধোয়া উড়ে৷ এসময় শিক্ষক-ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে৷ পড়ে কচটেপ পেঁচানো প্লাস্টিকের ভাঙ্গা কৌটা পাওয়া যায়৷ সংবাদ পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
স্থানীয় বাসিন্দা সিদ্দিক শিকদার বলেন, ছোট বাচ্চারা ঈদ উপলক্ষে পটকা ফুটিয়েছে এটার বিকট শব্দে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত ভাওয়াল সম্মেলন কক্ষে চলমান আইন শৃঙ্খলা সভায় বিষয়টি সকলকে অবহিত করেছেন৷
প্রসঙ্গত, ১২ জুলাই মঙ্গলবার কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠায় একটি জঙ্গি সংগঠন৷ চিঠির বিষয় ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে৷ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷