শুক্রবার ● ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » সিলেট জয়ী কিশোর কন্ঠ মুক্তা রাউজানের ফাতেমা-তুজ-জোহরা
সিলেট জয়ী কিশোর কন্ঠ মুক্তা রাউজানের ফাতেমা-তুজ-জোহরা
রাউজান প্রতিনিধি :: দেশের বাউল সম্রাট শাহ আবদুল করিমের স্নেহধন্য গানের পাখি সিলেট বিভাগের শিশু কিশোর কন্ঠের অন্যতম সেরা শিল্পি মুক্তা এখন তার বাবার বাড়ী রাউজানের গ্রামের বাড়ীতে ৷ এই শিশু শিল্পী ২০০৬ সালে ধানমণ্ডির ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে কাঁদিয়েছিলেন আজকের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ৷ ওই অনুষ্ঠানে মুক্তার কন্ঠে “যদি রাত পোহালে শুনা যেতো বঙ্গবন্ধু মরে নাই” এই গানটি শুনে অনুষ্ঠানে উপস্থিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তিনি মুক্তাকে বুকে জড়িয়ে স্নেহের পরশ দিয়েছিলেন ৷ এই ক্ষুদে শিল্পী তখন সিলেট মহানগর শিশু কিশোর শিল্পি সংগঠনের হয়ে ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন৷ বাবা এনামুল হক পুলিশ বিভাগে চাকুরির সুবাদে পরিবার নিয়ে থাকতেন সিলেট৷ সেই সুবাদে মুক্তার জন্ম (১৯৯৮ সালে ২৩ নভেম্বর) সিলেটে ৷ সেখানেই তার বেড়ে উঠা৷ পুলিশ কর্মকর্তা এনামুল হক ছিলেন সঙ্গীত প্রিয়৷ তিনি ভক্ত ছিলেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরার ৷ এই গুনি শিল্পীকে নিজের মধ্যে স্মরণীয় করে রাখতে জন্মের পর মেয়ের নামও রাখেন ফাতেমা-তুজ-জোহরা৷ বর্তমানে রিজার্ভ পুলিশে কর্মরত এনামুল হক তার মেয়ে সম্পর্কে বলেন ফাতেমা-তুজ-জোহরা মুক্তা হিসাবে পরিচিতি পায় সিলেট এলাকার সঙ্গীত প্রিয় মানুষের দেয়া নামে৷ মুক্তা যখন কথা বলতে শেখে তখন থেকে তিনি নিজেই তাকে গানের তালিম দিতেন৷ বয়স সাড়ে তিন বছর হলে তাকে দেয়া হয় গানের ওস্তাদের হাতে৷ সিলেটের স্বনামধন্য ওস্তাদ হিমাংশু বিশ্বাস, শ্রী রামকানাই দাশ, অনিমেশ দাশ রাজু অত্যান্ত স্নেহ ও আদর দিয়ে তাকে গান শিখিয়েছেন৷ আরো একটু বয়স বাড়লে তাকে নিয়ে যাওয়া হয় বাউল সম্রাট শাহ আবদুল করিমে কাছে৷ বাউল সম্রাট মুক্তার মেধা ও আগ্রহ দেখে স্নেহের পরশে কাছে টেনে নিয়েছিলেন৷ যতদিন তিনি বেঁচেছিলেন মুক্তা তার কাছে যাওয়া আসা করে তালিম নিয়েছেন৷ তিনি তাকে তালিম দিয়ে আর্শিবাদ করেছেন৷ তার মেয়ে শিক্ষা গ্রহন করেছেন জেলা শিল্পকলা একাডেমীতে৷ বাংলাদেশ শিশু একাডেমী থেকে চার বছর মেয়াদী সঙ্গীতের উপর কোর্স শেষ করেছেন৷ এখানে সে প্রথমস্থান অধিকার করে৷ এরপর সে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ নিয়েও কৃতিত্বের পরিচয় রেখেছে৷ অংশ নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমী সিলেট হয়ে বিভাগীয় পর্যায়ে৷ এতে প্রায় প্রতিটি ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে৷ এছাড়া মেয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বে সনদ ও পুরুষ্কার পেয়েছে৷ ২০০৬ সালে সিলেট তুর্ণা সঙ্গীত একাডেমী প্রতিযোগিতায় লোকসঙ্গীত ও দেশাত্ববোধক গানে দ্বিতীয় স্থান অর্জন করে৷ ২০০৮ সালে আন্তঃজেলা বাউল সম্মেলনে অংশ নিয়ে সিলেট জেলার সম্মাননা গ্রহন করেন৷ একই বছর সিলেট নুপূর সঙ্গীতালয় এর নূপূর তারকা প্রতিযোগিতায় রৌপ্য পদক, ২০০৯ সাল থেকে-১১ সাল পর্যন্ত সিলেট শাপলা শিল্পি গোষ্ঠি কর্তৃক শিশু কন্ঠ প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে অংশগ্রহন করে পল্লীগীতি, আধুনিক গান, দেশাত্ববোধক গান, রবিন্দ্র সঙ্গীত, নজরুল গীতিতে প্রতি ইভেন্টেই প্রথম দ্বিতীয় স্থান গ্রহন করে সনদ ও পুরস্কার পেয়েছে৷ ২০১০ সালে সিলেট বিভাগীয় বাউল বল্যাণ ফেডারেশনে তাকে সম্মাননা দেয়া হয়৷ ২০১২ সালে অংশ নেয় শাহ আবদুল করিম গান বিষয়ক কর্মশালায়৷ একই বছর তাকে সম্মাননা দেয়া হয় সিলেট লোক সাহিত্য উত্সব থেকে৷ এখান থেকে শিক্ষা নিয়ে তার মেয়ে ফুল কুঁড়ির আসর, অনুষ্ঠানে জেলা ও বিভাগ হয়ে মুক্তা দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক শিশু শিল্পিদের প্রতিযোগিতায় অংশ নিয়ে সিলেট বিভাগকে আলোকিত করেছেন৷ এই মেধাবী শিশু শিল্পি বিভিন্ন টিভি চ্যানেলে গান গেয়ে প্রশংসিত হয়েছে দর্শক স্রোতাসহ দেশ খ্যাত শিল্পি ও গুনিজনদের কাছে৷ মুক্ত বিভিন্ন সময় গানের অনুষ্ঠানে অংশ নিয়েছে চ্যানেল আই এর সেরা কন্ঠ , বাংলা ভিশন টিভির বর্ষফুর্তি, মাছ রাংঙ্গা টিভির বাউলীয়ানা প্রতিযোগিতায় অনুষ্ঠানে তার অবস্থান ছিলো প্রসংশনীয়৷ সে ২০০৫ সাল থেকে সিলেট রেডিও এর নিয়মিত শিল্পির তালিকাভূক্ত৷ রাউজানের একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া মুক্তা এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ক শিক্ষা নিচ্ছে ৷ নিজের কথা বলতে গিয়ে জানায় সিলেট আন্তর্জাতিক বানিজ্য মেলায় শিশু শিল্পি হিসাবে গান করার পর থেকে সিলেট মানুষ আমাকে মুক্তা নামে পরিচিত করে৷ সেই পরিচয়ে আমি সিলেট বিভাগের সব মানুষের কাছে পরিচিত, বলেন মুক্তা। তার মতে সিলেটবাসী তাকে অত্যান্ত স্নেহ ও ভালবাসে৷ তাদের দোয়ায় আমি এতটুকু এগিয়েছি৷ মুক্তার স্বপ্ন লেখাপড়ার পাশাপাশি একজন বড় শিল্পি হওয়ার৷ তার প্রিয় শিল্পি মমতাজ ও রুনা লায়লা৷ প্রিয় ব্যক্তিত্ব তার বাবা এনামুল ও মা জুলেখা বেগম৷ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷