শুক্রবার ● ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে মান্না ও মাহমুদুরের সাথে স্বজনদের সাক্ষাত্
কাশিমপুর কারাগারে মান্না ও মাহমুদুরের সাথে স্বজনদের সাক্ষাত্
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২২মিঃ) নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সাথে তাঁদের স্ত্রী-স্বজনরা ১৫ জুলাই শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগর-২ এ সাক্ষাত্ করেছেন৷
কাশিমপুর কারাগার-২ এর জেলার মোঃ নাশির জানান, মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদ সকাল ১০টার দিকে তাঁর স্বামীর সাথে সাক্ষাত্ করতে আসেন৷ অপরদিকে বেলা ১১টার দিকে মান্নার সাথে সাক্ষাত্ করতে আসেন তাঁর স্ত্রী মেহের নিগার ভাই শাহিন বেগ ও দিদার আহমেদ এবং ভাতিজি রেজুয়া সুলতানা লুনা৷
মাহমুদুর রহমান মান্না ও মাহমুদুর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী রয়েছেন৷
কারাগারের কর্মকর্তারা জানান, সাক্ষাতে দুই কারাবন্দীর পরিবারের সদস্যরা আধা ঘন্টার মতো সময় কাটান৷
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সরকার উত্খাত নিয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে ফোনালাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ৷ পরে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে ২০১৫ সালের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে মামলা দুটি হয়৷ এরপর থেকেই কারাগারের আছেন৷
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ২০১৩ সালের ১ এপ্রিল গ্রেফতার করা হয়৷ এরপর থেকেই তিনি কারাবন্দী৷ বারবার জামিনের আবেদন করেও মুক্তি পাননি তিনি৷
একই কারাগারে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানও বন্দি রয়েছেন৷